লখনউ: ধর্ষণের ঘটনায় ফের শিরোনামে যোগীরাজ্য।(Uttarpradesh )বিয়েবাড়িতে নাবালিকাকে ধর্ষণ! এরকমই অভিযোগ উঠেছে ৪৭ বছরের এক ব্যক্তির উপর। বছর আটের ওই নাবালিকাকে ধর্ষণের অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। আদালতে তোলা হয় অভিযুক্তকে। বিচারক ওই ব্যক্তির জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে ফের বিতর্কের মুখে যোগীরাজ্যের নারী নিরাপত্তা।
Read More: সর্বদলীয় বৈঠকে কেন নেই মোদী! প্রধানমন্ত্রীকে কাঠগড়ায় তুলল কংগ্রেস
নাবালিকার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তাঁরা। সেখানেই ওই নাবালিকাকে একা পেয়ে ধর্ষণ করে নন্দকিশোর নামে এক ব্যক্তি। এই ঘটনার কথা জানিয়ে ২৪ এপ্রিল বিশারতগঞ্জ থানায় একটি ধর্ষণের অভিযোগ দায়ের হয়। অভিযোগ দায়ের হওয়ার পরই পুলিশের(Uttarpradesh )তরফে অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়।

পুলিশের পক্ষ থেকে জানা গিয়েছে, গত সোমবার বিশারতগঞ্জ-আত্রাঞ্চেদি এলাকা থেকে অভিযুক্ত নন্দকিশোরকে গ্রেফতার করা হয়। সোমবারই অভিযুক্তকে আদালতে তোলে পুলিশ। দু’পক্ষের সওয়াল জবাব শেষে অভিযুক্তকে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
Link: https://x.com/ekhonkhobor18/status/1917129323901014425?s=19
পুলিশ আধিকারিক সতীশ কুমার জানিয়েছেন, অভিযুক্ত পুলিশের জেরায় স্বীকার করেছে গত ২৪ এপ্রিল একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে যোগ দিয়েছিল সে। সেখানে নাবালিকাকে একা পেয়ে অনুষ্ঠান চলাকালীনই ধর্ষণ করে।
প্রসঙ্গত, নিত্যদিন যোগীরাজ্যের ধর্ষণের ঘটনা শিরোনামে উঠে আসছে। নাবালিকার ধর্ষণ উত্তরপ্রদেশে কোনো নতুন ঘটনা নয়। উন্নাও বা হাথরাস সহ একাধিক ঘটনা উত্তরপ্রদেশের নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। এবার এই আট বছরের নাবালিকার ধর্ষণও ফের যোগীরাজ্যকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে।