প্রতিবেদন : মঙ্গলবার সন্ধ্যায় লখনউয়ের একানা স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে লখনউ সুপার জায়ান্টস ও দিল্লি ক্যাপিটালস। গত বছর লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ছিলেন লোকেশ রাহুল। এবার তিনি দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে নামবেন। আসন্ন ম্যাচে দিল্লির হয়ে পরিকল্পনা সাজাচ্ছেন প্রাক্তন ‘সুপারজায়ান্ট’ রাহুলই। এমনই জানিয়েছেন দিল্লির তরুণ লেগস্পিনার বিপরাজ নিগম।
এদিন প্রথমবার লখনউয়ের বিরুদ্ধে খেলতে নামবেন রাহুল। বিগত ২০২২ সালে লখনউ সুপার জায়ান্টস আইপিএল খেলছে। সেই সময় থেকেই দলকে নেতৃত্ব দিচ্ছিলেন রাহুল। গত বছর তাঁর সঙ্গে লখনউ দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কার বাদানুবাদ ঘটে। সেই ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হতেই বিতর্কের ঝড় উঠেছিল ক্রিকেটমহলে। মেগা নিলামের আগে রাহুলকে ছেড়ে দেয় লখনউ। অকশনে তাঁকে কিনে নেয় দিল্লি। তারপর এই প্রথম রাহুল নামবেন তাঁর পুরনো দলের বিরুদ্ধে। নিগম জানিয়েছেন, “শুধু এই ম্যাচ নয়, প্রতি ম্যাচেই আমি সিনিয়রদের থেকে উপদেশ পাই। রাহুল ভাইও সাহায্য করে। গত বছর লখনউয়ের হয়ে খেলার সময় এই দলের অনেককে ও ভাল ভাবে চেনে। তাই দলের বৈঠকে রাহুল সেই সব নিয়ে আলোচনা করছে। বিপক্ষের বোলার, ব্যাটার সম্পর্কে জানে, এমন কেউ দলে থাকলে সেটা তো হবেই।”
প্রথম পর্বের ম্যাচে লখনউকে হারিয়েছিল দিল্লি। সে ম্যাচে রাহুল খেলেননি। সন্তানের জন্মের কারণে ছুটি নিয়েছিলেন। তবে দ্বিতীয় পর্বে তাঁর খেলা নিশ্চিত। দলের সঙ্গে লখনউয়ে অনুশীলনও করেছেন। একানা স্টেডিয়াম রাহুলের কাছে হাতের তেলোর মতন চেনা। গত তিন বছর এই লখনউয়েরই অধিনায়ক ছিলেন তিনি। এবছর ব্যাট হাতে চমৎকার ফর্মে রয়েছেন। ছয় ম্যাচে ইতিমধ্যেই ২৬৬ রান করে ফেলেছেন রাহুল। যার মধ্যে রয়েছে বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচ জেতানো অপরাজিত ৯৩।