প্রতিবেদন : প্লে অফে পৌঁছনোর পথ ক্রমেই কষ্টসাধ্য হয়ে উঠছে কেকেআরের কাছে। সোমবার ঘরের মাঠে গুজরাটের কাছে হেরে গিয়েছে নাইটরা। এই নিয়ে টানা দু’ম্যাচে হার হজম করতে হল রাহানেদের। ৮ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সপ্তম স্থানে রয়েছেন তাঁরা। বাকি আর মাত্র ছ’টি ম্যাচ। আর প্লে অফে ওঠার অঙ্কটা মসৃণ নয় একেবারেই।
আইপিএলে প্লে অফ নিশ্চিত করতে অন্তত ১৬ পয়েন্ট দরকার বলেই ধরা হয়। তবে কখনও কখনও ১৪ পয়েন্ট নিয়েও প্লে অফে পৌঁছে গিয়েছে কোনও কোনও দল। যদিও সেখানে চলে আসে নেট রান রেটের সমীকরণ। সেদিক দিয়ে খানিকটা স্বস্তিতে নাইটরা। তাদের নেট রান রেট +.২১২। চতুর্থ স্থানের পাঞ্জাব (+.১৭৭) বা পঞ্চম স্থানের লখনউয়ের (+.০৮৮) থেকে কিছুটা এগিয়ে কেকেআর।

পরের ছ’টি ম্যাচের সবকটিই যদি জিততে পারেন রাহানেরা, তাহলে পয়েন্ট দাঁড়াবে ১৮। সেক্ষেত্রে প্লে অফ একপ্রকার নিশ্চিত হয়ে যাবে। পাঁচটি ম্যাচ জিতলে তারা শেষ করবে ১৬ পয়েন্টে। প্লে অফের আশা তখনও জিইয়ে থাকবে। তবে কাজটা সহজ নয় মোটেও। আশানুরূপ পারফরম্যান্স না হওয়ায় দলের আত্মবিশ্বাস যে নিম্নমুখী, তা বলাই বাহুল্য। পরের ম্যাচ ২৬ এপ্রিল, পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। শেষ চারের লড়াইয়ে টিকে থাকতে হলে শ্রেয়সদের হারানোটা ভীষণই গুরুত্বপূর্ণ রাহানেদের কাছে।