কলকাতা : আগামী সোমবার ইডেনে গুজরাট টাইটান্সের মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠের বাইশ গজ নিয়ে ইতিমধ্যেই বিতর্কের জল গড়িয়েছে বহুদূর। কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে, কোচ চন্দ্রকান্ত পণ্ডিতরা ইডেনের পিচে টার্নের অভাব নিয়ে প্রকাশ্যেই অসন্তোষ ব্যক্ত করেছেন। পাল্টা জবাব দিয়েছেন কিউরেটর সুজন মুখোপাধ্যায়ও।
ইডেনে শেষ ম্যাচে লখনউয়ের বিরুদ্ধে খেলেছিল কেকেআর। ম্যাচটি ৪ রানে হারতে হয় নাইটদের। সাংবাদিক সম্মেলনে ক্ষোভ উগরে দেন অধিনায়ক রাহানে। পাশাপাশি খেলা শেষে এক উচ্চপদস্থ কেকেআর কর্তা উপহাস করে যান এক সিএবি পদাধিকারীকে। বলেন, “অভিনন্দন সিএবিকে! তারাই ম্যাচটা জিতল! ইডেন কিউরেটর যে খেলার ম্যান অফ দ্য ম্যাচ!”
অনেকেই ভেবেছিলেন, কেকেআরের পরবর্তী হোম ম্যাচ থেকে কিছুটা হলেও বদলাবে ইডেন পিচের চরিত্র। কিন্তু খোঁজ নিয়ে জানা গেল, গুজরাট ম্যাচে পিচে তেমন ঘূর্ণি থাকছে না। কিছুটা স্লো টার্নার হতে পারে। গুজরাটের বিরুদ্ধে পুরোদস্তুর ঘূর্ণি উইকেটে খেললে বিপাকে পড়তে পারে কেকেআর। গুজরাটের স্পিন বিভাগে রয়েছেন রশিদ খান, সাই কিশোর, ওয়াশিংটন সুন্দররা। গত ম্যাচে পাঞ্জাবের কাছে অপ্রত্যাশিত হারের জ্বালা এখনও তাড়া করছে নাইটদের। দলের পরিস্থিতি খানিক থমথমে। পাঞ্জাব ম্যাচের পর দু’দিন হোটেলেই ছিলেন ক্রিকেটাররা। সোমবার ঘরের মাঠে গুজরাটকে হারিয়ে কেকেআর পয়েন্ট তালিকায় ফের উঠে আসতে পারে কিনা, সেদিকেই তাকিয়ে ক্রিকেটমহল।