কলকাতা: চলতি সপ্তাহেই কালবৈশাখীর দাপট অব্যাহত। রোজই ঝড়বৃষ্টি! বৃহস্পতিবারও বজ্রপাত সহ বৃষ্টি বেশকিছু জেলায় দেখা যায়। এবার শুক্রতেও বাংলার জেলায় জেলায় শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা। পাশাপাশি বইবে ঝোড়ো হাওয়া।
শুক্রবার কয়েকটি জেলায় কালবৈশাখীর সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সতর্কতা তিন জেলায়-পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও হুগলিতে। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় এই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। সাত জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতির সম্ভাবনা। সেগুলো হল হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনা।
এদিকে শুক্রবার উত্তরবঙ্গের ৬ জেলাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং থেকে মালদহ, সব জেলাতেই দুর্যোগপূর্ণ পরিবেশ থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা কম থাকবে।
শনিবার ও রবিবার উত্তরবঙ্গের সবজেলাতেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতি বেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। উপরের দিকে তিন জেলা এবং মালদহের চার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা।
জানা যাচ্ছে, একটি নিম্নচাপ অক্ষরেখা অসম থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত যেটি বাংলা এবং ঝাড়খণ্ডের উপর দিয়ে গিয়েছে। পূর্ব মধ্যপ্রদেশ থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত আরও একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে, যেটি ছত্রিশগড় ও ঝাড়খণ্ডের উপর দিয়ে এসেছে। এর প্রভাবে সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।