প্রতিবেদন: বৃহস্পতিবার মুম্বই-হায়দরাবাদ ম্যাচের একটি ‘নো বল’-এর সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে বিতর্ক। এদিন হায়দরাবাদের বিরুদ্ধে ১৬৩ রান তাড়া করতে নেমে সপ্তম ওভারের পঞ্চম বলে ক্যাচ তুলে দেন মুম্বইয়ের ওপেনার রায়ান রিকেলটন। সেসময় বল করছিলেন তরুণ লেগস্পিনার জিশান আনসারি। রিকেলটনের ভুল শটে বল শূন্যে উঠে যায়। ক্যাচ নেন হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স। আউট হয়ে প্যাভিলিয়নের দিকে পা বাড়ান রিকেলটন। কিন্তু থার্ড আম্পায়ার তাঁকে অপেক্ষা করতে বলেন। পরে রিপ্লেতে দেখা যায়, রিকেলটন যখন বল মেরেছেন তখন উইকেটরক্ষক ক্লাসেনের গ্লাভস পিচের মধ্যে চলে এসেছে। ফলত, ডেলিভারিটি গণ্য হয় ‘নো বল’ হিসেবে।
নিয়ম অনুযায়ী, বল ক্রিজ পেরনোর আগে কিপারের গ্লাভস ক্রিজে ঢুকে গেলে সেটাকে ‘নো’ বল হিসাবে গণ্য করা হয়। সেই নিয়মেই নো বল ডাকেন আম্পায়ার। মুম্বই ম্যাচের ওই নো বল দেখে আবার বিরক্তি প্রকাশ করেছেন কেকেআরের স্পিনার বরুণ চক্রবর্তী। বরুণের বক্তব্য, এভাবে নো বল হওয়াটা বোলারদের জন্য সমস্যার।
সোশ্যাল মিডিয়ায় নিজেদের মতামত ব্যক্ত করেছেন বরুণ। “এভাবে উইকেটরক্ষকের গ্লাভস যদি উইকেটের সামনে চলে আসে, তা হলে ডেড বল ঘোষণা করা উচিত। কোনওভাবেই নো বল দেওয়া উচিত নয়। বা ফ্রি হিট দেওয়া উচিত নয়। এক্ষেত্রে বোলারের দোষটা কোথায়? এক্ষেত্রে উইকেটরক্ষককে সতর্ক করা উচিত”, জানান তিনি।