প্রতিবেদন : বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন তামিলনাড়ুতে। দক্ষিণী এই রাজ্যের বুকে নিজেদের জমি শক্ত করতে মরিয়া বিজেপি। ডিএমকে’কে হারাতে এআইডিএমকে’র সঙ্গে জোট বেঁধেছে তারা। এই আবহে গেরুয়া পার্টিকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন।
স্ট্যালিনের স্পষ্ট বক্তব্য, “অমিত শাহ কেন, কোনও শাহই তামিলনাড়ুতে শাসন করতে পারবেন না।” সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছিলেন, ২০২৬ সালে তামিলনাড়ুতে ক্ষমতায় আসবে বিজেপি-এআইডিএমকের জোট সরকার। শাহের এই দাবিকে নস্যাৎ করেছেন স্ট্যালিন। সম্প্রতি তামিলনাড়ুর থিরুভুল্লার জেলায় একটি জনসভায় শাহকে নিশানা করে তিনি বলেন, “আমি চ্যালেঞ্জ করছি, তামিলনাড়ু কোনওদিন দিল্লির কাছে মাথা নত করবে না।”
বহুদিন ধরেই বিরোধীদের অভিযোগ, কেন্দ্রীয় এজেন্সিগুলির মাধ্যমে তাদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে বিজেপি। স্ট্যালিনের গলাতেও সেই সুর শোনা গিয়েছে। “কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তল্লাশি এবং দল ভাঙানোর মতো বিজেপির এই কৌশলগুলি তামিলনাড়ুতে কাজ করবে না। ২০২৬-এর নির্বাচনে সব বাধা জয় করে ডিএমকেই ক্ষমতায় ফিরবে”, জানান তিনি।
অমিত শাহের পাশাপাশি ওই জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও একহাত নেন স্ট্যালিন। কেন্দ্রীয় তহবিল নিয়ে মোদীর মন্তব্যকে কটাক্ষ করেন। “প্রধানমন্ত্রী তামিলনাড়ুতে এসেছিলেন। তিনি বলেছেন, আমরা যত তহবিলই পাই না কেন, আমরা কাঁদতে থাকি আমরা যা চাই, সেগুলি কোনও কান্না নয়, তামিলনাড়ুর অধিকার”, বলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী।