কলকাতা : সোমবার ভারতের সংবিধানের প্রণেতা ডঃ বি আর আম্বেদকরের ১৩৫তম জন্মদিবস। এই বিশেষ দিনটিতে তাঁকে বিনম্র শ্রদ্ধাজ্ঞাপন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডঃ ভীমরাও রামজি আম্বেদকরের উত্তরাধিকারের প্রতি সম্মান জানান তিনি। শ্রদ্ধা জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সোশ্যাল মিডিয়ায় লেখেন, “তিনি এমন সমাজ গড়ার লক্ষ্যে তাঁর জীবন নিয়োজিত করেছিলেন, যেখানে ন্যায়বিচার ও সাম্য বিরাজ করবে। তাঁর জীবন ও আদর্শ আমাদের অনুপ্রাণিত করে চলেছে আজও।
এদিন তৃণমূলের পক্ষ থেকে সমাজমাধ্যমে লেখা হয়, “ভীমরাও আম্বেদকরের জন্মদিবস উপলক্ষে, আসুন আমরা তাঁর আদর্শ ও কর্মের প্রতি সম্মান জানাই। তিনি ছিলেন একজন সমাজ সংস্কারক, আইনবিদ এবং সংবিধান প্রণেতা, যিনি ভারতীয় সমাজে ন্যায়বিচার ও সাম্যের জন্য লড়াই করেছেন। আমরা তাঁর দেখানো পথে হেঁটে, একটি উন্নত সমাজ গড়তে কাজ করি।”
পাশাপাশি লেখা হয়েছে, “এই দিনটি সমতা, ন্যায় ও সামাজিক সম্প্রীতি প্রচারের অঙ্গীকার নেওয়ার উপযুক্ত সময়। আমাদের সংবিধানের রচয়িতা ডঃ আম্বেদকর ছিলেন এক বহুমাত্রিক ব্যক্তিত্ব, তিনি একাধারে এক প্রাজ্ঞ রাজনীতিবিদ, বিশিষ্ট আইনজ্ঞ, দার্শনিক, বক্তা, লেখক, পণ্ডিত এবং সমাজ সংস্কারক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। সমাজের সর্বস্তরের মানুষকে অন্তর্ভুক্ত করে একটি সমতাভিত্তিক রাষ্ট্র গঠনের যে স্বপ্ন ডঃ আম্বেদকর দেখেছিলেন, তা আজও আমাদের প্রেরণা জোগায় এবং আগামীর পথনির্দেশ করে।”