ইম্ফল: রাষ্ট্রপতি শাসন জারির পরেও হিংসা থামছে না মণিপুরে। কেন্দ্রেরও মণিপুর নিয়ে ভাবনাচিন্তা নেই বলেই বারবার অভিযোগ তুলেছে বিরোধী শিবির। এহেন পরিস্থিতিতে ফের নাবালিকাকে ধর্ষণ ও খুনের খবর সামনে এসেছে। জানা যাচ্ছে, এই ঘটনায় মণিপুরের চুড়াচাঁদপুর জেলায় ২১ বছর বয়সি এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এই তথ্য প্রকাশ করে জানানো হয়েছে, গত শুক্রবার থানলন মহকুমা অঞ্চলে এক জঙ্গলে কাঠ কুড়োতে গিয়েছিল ওই নাবালিকা। তবে দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরও সে বাড়ি না ফেরায় তাকে খুঁজতে বের হয় নাবালিকার বাবা। এরপর জঙ্গলে পোশাকবিহীন অবস্থায় তার রক্তাক্ত দেহ উদ্ধার করেন। এই ঘটনায় পুলিশে অভিযোগ জানানো হলে শুরু হয় তদন্ত।
পুলিশের সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার তদন্তে নেমেই এই ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ। আরও জানা গিয়েছে, অভিযুক্ত ওই যুবক মণিপুরের ফেরজাউল জেলার বাসিন্দা।
গত তিন মাসে এই নিয়ে তৃতীয়বার ধর্ষণের ঘটনা ঘটল এই জেলায়। চলতি মাসের শুরুতে ১০ বছর বয়সি এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছিল আর এক নাবালকের বিরুদ্ধে। গত মার্চ মাসে এক ত্রাণ শিবিরের কাছে ৯ বছর বয়সি এক বালিকার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। ধর্ষণ করে খুন করা হয়েছে বলে সন্দেহ করা হয়।
পর পর ধর্ষণের ঘটনায় স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ স্থানীয়রা। অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবিতে রাস্তায় আন্দোলন শুরু করেছে জোমি মাদার্স অ্যাসোসিয়েশন। তাঁদের অভিযোগ, ‘পর পর ধর্ষণের ঘটনা এটাই প্রমাণ করে যে প্রশাসন রাজ্যে মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ।’