প্রতিবেদন : চোট-সমস্যা চিন্তা বাড়াল গুজরাট টাইটান্সের। পুরো আইপিএল থেকেই ছিটকে গেলেন কিউয়ি অলরাউন্ডার গ্লেন ফিলিপ্স। গত ৬ এপ্রিল সানরাইজার্স ম্যাচে ফিল্ডিং করার সময় কুঁচকিতে চোট পান ফিলিপ্স। গুজরাট টাইটান্স কর্তৃপক্ষ জানিয়েছে, নিউজিল্যান্ডে ফিরে গিয়েছেন এই তারকা অলরাউন্ডার। যদিও তাঁর জায়গায় কাকে নেওয়া হবে, তা জানা যায়নি এখনও।
স্বাভাবিকভাবেই ফিলিপ্সের না থাকাটা গুজরাট শিবিরের কাছে বড় ধাক্কা। দলে থাকাকালীন একবারও সুযোগ পাননি কিউয়ি অলরাউন্ডার। সানরাইজার্স ম্যাচে পঞ্চম ওভারের পর বদলি হিসেবে নামেন তিনি। সেই ওভারের চতুর্থ বলে বাউন্ডারি আটকাতে গিয়ে চোটের কবলে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে ডাগ-আউটে ফিরে যান।
এর আগে দেশে ফিরে গিয়েছিলেন রাবাডা। এবার চোট পেলেন ফিলিপ্স। এই দুই ক্রিকেটারের বদলি এখনও ঘোষণা করেনি গুজরাট। এখন গুজরাট দলে পাঁচজন বিদেশি খেলোয়াড় রয়েছেন। তাঁরা হলেন, শেরফেন রাদারফোর্ড, রশিদ খান, জস বাটলার, জেরাল্ড কোয়েটজি এবং আফগান অলরাউন্ডার করিম জানাত।