মুম্বই : দেশের চলচ্চিত্রমহলে নেমে এসেছে শোকের ছায়া। প্রয়াত হয়েছেন বর্ষীয়ান অভিনেতা মনোজ কুমার।(Monoj Kumar)তাঁর প্রয়াণে শোকাহত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডলে শোকপ্রকাশ করেছেন তিনি।
Read More : ওয়াকফ বিলের সমর্থনে ক্ষুব্ধ মুসলিম নেতারা! বড়সড় ভাঙন নীতিশের জেডিইউতে
মুখ্যমন্ত্রী লিখেছেন, “প্রবীণ অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা মনোজ কুমারের মৃত্যুতে আমি শোকাহত। দেশাত্মবোধক চলচ্চিত্রের জন্য তাঁকে ‘ভারত কুমার’-ও (Monoj Kumar)বলা হত, তাঁর মাতৃভূমির প্রতি যে ভালোবাসা তা তিনি ছবিতে ফুটিয়ে তুলতেন। তাঁর মৃত্যু আমাদের চলচ্চিত্র জগতের জন্য এক বিরাট ক্ষতি। তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং অগণিত ভক্তদের প্রতি আমার সমবেদনা রইল।”
শুক্রবার ভোর সাড়ে তিনটে নাগাদ মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মনোজ কুমার। হাসপাতাল সূত্রে খবর, লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অভিনেতার। শেষকৃত্য সম্পন্ন হবে শনিবার।
Link: https://x.com/ekhonkhobor18/status/1908097176086994961?s=19
মাত্র কুড়ি বছর বয়সে সেলুলয়েডের জগতে পা রেখেছিলেন মনোজ। ১৯৬৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘গুমনাম’ সিনেমায় তাঁর অভিনয় আরও প্রিয় বহু চলচ্চিত্রপেমীদের কাছে। পাশাপাশি, মনোজ কুমারের ‘কাচ কি গুড়িয়া’, ‘উপকার’, ‘পূরব অউর পশ্চিম’, ‘রোটি কাপড়া অউর মওকান’ ছবিগুলি বহুল প্রশংসিত। ১৯৯২ সালে পদ্মশ্রী পুরস্কার পান মনোজ। ১৯৯৯-এ পান ফিল্মফেয়ার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। ২০১৫ সালে ‘দাদাসাহেব ফালকে’ সম্মানে ভূষিত হন বর্ষীয়ান অভিনেতা। ২০০৪ সাল থেকে যুক্ত ছিলেন সক্রিয় রাজনীতিতে।