ডুয়ার্স: কোটি কোটি টাকা বকেয়া। এবার কেন্দ্রের অধীনস্হ চা বাগানের বিরুদ্ধে এফআইআর দায়ের। কেন্দ্রের ভারী শিল্প মন্ত্রণালয়ের অধীন সংস্থার তিনটি চা বাগানে দীর্ঘদিন প্রভিডেন্ট ফান্ডের(Provident Fund)টাকা সময়মতো জমা করছে না। ফলে বকেয়ার পরিমাণ বাড়তে বাড়তে ৫ কোটি ৭০ লক্ষ টাকা ছাড়িয়ে গিয়েছে। এমনই অভিযোগ তুলে ডুয়ার্সে কেন্দ্রের অধীনস্থ সংস্থার ওই তিন চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পিএফ কর্তৃপক্ষ।
Read More: আনুগত্যের ইনাম! মোদীর আর্থিক উপদেষ্টা পরিষদে প্রাক্তন ইডি কর্তা, শুরু বিতর্কের ঝড়
বারবার নোটিস ইস্যু করার পরও বকেয়া টাকা জমা না পরায় সম্প্রতি ওই তিন চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলে বুধবার জানিয়েছেন জলপাইগু্চলিক পিএফ (Provident Fund)কমিশনার পবন বনশাল। প্রয়োজনে বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছেন তিনি।

আঞ্চলিক পিএফ কমিশনার জানান, ওই তিনটি চা বাগানের বকেয়া প্রভিডেন্ট ফান্ড জমা নিয়ে যতবারই জানতে চাওয়া হয়েছে, বাগানের তরফে উত্তর এসেছে, ফান্ড মিলছে না। আইন অনুযায়ী বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। যদিও এনিয়ে কোনও মন্তব্য করতে চাননি চা বাগানের সিনিয়র ম্যানেজার সন্তোষকুমার ঝা।
Link: https://x.com/ekhonkhobor18/status/1905249485732901197?s=19
আবার, বিজেপি সমর্থিত ভারতীয় টি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি যুগল ঝা বলেন, কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থার বাগান বলেই কি পিএফ না দিয়ে ছাড় পেয়ে যাবে? আমাদের স্পষ্ট বক্তব্য, যে বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের পিএফ দেবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের চেয়ারম্যান নকুল সোনার বলেন, কেন্দ্রের অধীনস্থ ওই তিনটি চা বাগানের হাল গত দু’বছর ধরে খুবই খারাপ। শ্রমিকদের বহুদিনের মজুরি বকেয়া। বাগান কর্মীরা নিয়মিত বেতন পাচ্ছেন না। পিএফও জমা পড়ছে না। সমস্তরকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন শ্রমিকরা। এদিকে,