পাটনা: রাজ্যের অন্দরের অরাজকতার জেরে প্রশ্নের মুখে পুলিশের নিরাপত্তাও। এমনই বেহাল অবস্থা দেখা যাচ্ছে বিহারে।(Bihar )সাধারণ মানুষকে যারা নিরাপত্তা দেন তারাই এবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। পরপর ২ দিন হামলার মুখে পড়ে মৃত্যু হল পুলিশ আধিকারিকদের। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে বিহারে।
Read More: রাজ্যে তৈরি হচ্ছে ৪ নতুন ইএসআই হাসপাতাল, শুরু তোড়জোড়
শুক্রবার মুঙ্গের জেলার নন্দলালপুরা এলাকায় গণ্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। দু’পক্ষের ঝগড়ার মধ্যে উভয়কেই বোঝাতে গিয়েছিলেন এএসআই সন্তোষ কুমার। এরপরেই ঘটনার স্রোত গড়ায় বহুদূর। অবশেষে জানা গিয়েছে, মৃত্যু হয়েছে সন্তোষ কুমার সিং-এর।
অভিযোগ উঠেছে, এলাকার গোলমাল থামাতে সন্তোষ কুমার সিং হাজির হলে সেই সময়ই এক ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথায় আঘাত করে। হামলার জেরে এএসআই গুরুতর আহত হন। দ্রুত তাঁকে একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে তাঁকে পাটনা হাসপাতালে রেফার করা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। মৃত্যু হয় এএসআই-এর।
জানা গিয়েছে, এই ঘটনায় অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘটনার সময় হামলাকারীরা মদ্যপ অবস্থায় ছিল বলেও জানানো হয়েছে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1900848981846172117?s=19
প্রসঙ্গত, পূর্বে বিহারের(Bihar )পূর্ণিয়া জেলার আরারিয়া শহরে। ওই এলাকায় গ্রামবাসীদের বিরুদ্ধে এক এএসআইকে পিটিয়ে মারার অভিযোগ ওঠে। সেই ঘটনায় ইতিমধ্যেই ৫ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন মুঙ্গেরের এসপি সৈয়দ ইমরান মাসুদ। ফের পুলিশের ওপর এহেন হামলার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়াচ্ছে বিহারে। এ রাজ্যে নিরাপত্তা দেবেন যারা তারাই সুরক্ষিত নন, তবে সে রাজ্যের আইন-শৃঙ্খলার কি অবস্থা! সেই প্রশ্নও তুলছে ওয়াকিবহাল মহল।