নয়াদিল্লি: ভূতুড়ে ভোটার ইস্যু নিয়ে তৃণমূল সরব হতেই নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশন।(Election Commission)ভুয়ো ভোটারদের নিয়ে তৃণমূল প্রতিবাদের সুর চড়া করতেই আধার কার্ড ও ভোটার কার্ড সংযুক্তিকরণের তোড়জোড় শুরু করল নির্বাচন কমিশন। জানা যাচ্ছে, আগামী সপ্তাহেই বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশন। কেন্দ্রের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করতে চলেছে নির্বাচন কমিশন। তবে তাতেও সংশয় কাটছে না তৃণমূলের।
Read More: মমতার জয়জয়কার, কন্যাশ্রীর পর বিশ্বদরবারে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেল ‘স্বাস্থ্যসাথী’
সূত্রের খবর অনুসারে, আগামী সপ্তাহেই কেন্দ্রীয় সরকারের শীর্ষ আধিকারিকদের সঙ্গে এই বিষয়ে বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশনের (Election Commission)ফুল বেঞ্চ। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং দুই নির্বাচন কমিশনার কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব সুখবীর সিং সান্ধু, পরিষদীয় সচিব রাজীব মনি এবং UIDAI-এর সিইও ভুবনেশ কুমারকে আগামী ১৮ মার্চ বৈঠকে ডেকেছেন। তাতেই আধার-ভোটার সংযুক্তিকরণে গতি আনা নিয়ে আলোচনা হতে পারে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1900874644032548944?s=19
উল্লেখ্য, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভূতুড়ে ভোটার নিয়ে তৎপরতা শুরুর পর থেকেই নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে থাকে। আবার পরপর একাধিক ভোটার একই এপিক নম্বরে থাকার ঘটোনা প্রকাশ্যে আসতে থাকে তাতে নির্বাচন কমিশনের ওপর অভিযোগ বাড়তে থাকে। স্পষ্টতই, মমতার অভিযোগ যে সত্য তাও প্রমাণ হতে থাকে। এহেন পরিস্থিতিতে তিনবার বিবৃতি দিয়ে নিজেদের দায় সারতে চেয়েছে নির্বাচন কমিশন। কিন্তু তাতেও এই ইস্যু সামলাতে অক্ষম হচ্ছে কমিশন। এবার সেই মর্মেই কার্যত মুখ বাঁচানোর চেষ্টা করছে নির্বাচন কমিশন, তাই এই বৈঠকে ডাকার সিদ্ধান্ত কমিশনের। এমনই মনে করছে তৃণমূল।
তৃণমূলের রাজ্যসভার উপদলনেতা সাগরিকা ঘোষের বক্তব্য, “এসব করে কমিশন মুখ বাঁচাতে চাইছে।” সাগরিকার দাবি, “আধার কার্ড ক্লোন করে ডুপ্লিকেট এপিক কার্ড তৈরিতে ব্যবহার করা হচ্ছে, সেটার প্রমাণও আমাদের হাতে এসেছে। আধার কার্ড ক্লোন এপিক কার্ডকে কোনোভাবে প্রভাবিত করবে না সেটা কেন কমিশন বলতে পারছে না?” এই মর্মে ভূতুড়ে ভোটার নিয়ে কমিশনকে রীতিমতো চাপে রেখেছে তৃণমূল কংগ্রেস।