কলকাতা: একই দিনে দোল ও হোলি। শুক্রবার ব্যস্ত অফিসযাত্রীদের তাড়া না থাকলেও দিকে দিকে বসন্ত উৎসব কিন্তু থাকবেই। এহেন অবস্থায় দোলের দিনে সকাল থেকে মেট্রোয়(Metro )চড়ার কথা ভেবে থাকলে, এখনই পরিকল্পনা বদলে নিন। দোলের দিন সকাল থেকে মিলবে না মেট্রো। পরিষেবা চালু হবে দুপুর পৌনে তিনটে থেকে। জেনে নিন নয়া সময়সূচি।
Read More: বিশেষ পদ্ধতিতে বছরে ৫০ লক্ষ চারা তৈরির লক্ষ্য – আলু চাষে স্বনির্ভর হতে উদ্যোগ রাজ্যের
জানা গিয়েছে, শিয়ালদহ-সেক্টর ফাইভ রুটে চলাচল করবে মাত্র ২২টি মেট্রো।(Metro )এই রুটেও দিনের প্রথম মেট্রো ছাড়বে বেলা তিনটেয়। শেষ মেট্রো ছাড়বে রাত আটটায়। আধঘণ্টা অন্তর মিলবে মেট্রো। তবে অরেঞ্জ এবং পার্পল লাইন অর্থাৎ জোকা-তারাতলা এবং রুবি রুটে মেট্রো সম্পূর্ণ বন্ধ থাকবে।

আবার শুক্রবার এসপ্ল্যানেড-হাওড়া রুটেও কম সংখ্যক মেট্রো(Metro )চলাচল করবে। এদিন মাত্র ৪২টি মেট্রো চলবে এই রুটে। দু’দিক থেকেই দিনের প্রথম মেট্রো ছাড়বে বেলা তিনটেয়। রাত ৮টা৪৫ মিনিটের বদলে শেষ মেট্রো ছাড়বে রাত ৮টায়। ১৫ মিনিট অন্তর এই রুটে মেট্রো চলাচল করবে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1899752727632068882?s=19
দক্ষিণেশ্বর থেকে দিনের প্রথম মেট্রো(Metro )ছাড়বে দুপুর আড়াইটেয়। উলটোদিকে কবি সুভাষ থেকেও প্রথম মেট্রো ছাড়বে একই সময়। তবে শেষ মেট্রোর সময়সূচি বদলাচ্ছে না। প্রতিদিন এই রুটে ২৬২টি মেট্রো চলাচল করে। কিন্তু দোলযাত্রার দিন মাত্র ৬০টি মেট্রো যাতায়াত করবে।