প্রতিবেদন : বিধানসভার(Assembly )বাইরে চূড়ান্ত ধর্মীয় বিদ্বেষমূলক মন্তব্য করে বিতর্কের ঝড় তুলেছিলেন বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। আর বুধবারই তাঁকে পাল্টা জবাব দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলবদলের প্রসঙ্গ তুলে বললেন, “উনি তো তিনবার দল বদলেছেন। তৃণমূল ঘেঁটে বিজেপিতে গিয়েছে।” পাশাপাশি, মমতা বুঝিয়ে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতাকে গুরুত্ব দিতে একেবারেই নারাজ তিনি। বললেন, “এসব লোককে ইগনোর করাই ভালো।”
Read More: ‘কাক পেখম পরলে ময়ূর হয় না’, বিজেপি বিধায়কদের তুলোধোনা মমতার
মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে শুভেন্দু হুঁশিয়ারি দিয়েছিলেন, “ক্ষমতায় আসার পর মুসলিম বিধায়কদের চেয়ার থেকে চ্যাংদোলা করে রাস্তায় ফেলব।” এর জেরে বুধবার সকাল থেকে উত্তাল ছিল বিধানসভা।(Assembly )মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণ দেওয়ার সময় প্রবল স্লোগান তোলেন বিজেপি বিধায়করা। ছিঁড়তে শুরু করেন কাগজ। সব মিলিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এসবের মাঝেই শুভেন্দু অধিকারীকে নিশানা করেন মুখ্যমন্ত্রী।
Link: https://x.com/ekhonkhobor18/status/1899773159651655692?s=19
মমতার কথায়, “ধর্ম উনি বোঝেন না। উনি তো তিনবার দল পালটেছেন। একটা সময়ে কংগ্রেস করত। তৃণমূলকে ঘেঁটে বিজেপিতে গিয়েছিল। আবার অন্য দলে যাওয়ার রিকোয়েস্ট এল বলে।” এমনিতেই হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডলের দলবদল শুভেন্দুকে বড়সড় চাপে ফেলেছে। সেই আবহেই বেফাঁস মন্তব্য করে সংখ্যালঘুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত হেনেছেন তিনি। স্বাভাবিকভাবেই যা তীব্র অস্বস্তিতে ফেলেছে বঙ্গ বিজেপিকে।
