প্রতিবেদন : মঙ্গলবার বিধানসভার বাইরে কুরুচিকর ধর্মীয় বিদ্বেষমূলক মন্তব্য করে বিতর্কের ঝড় তুলেছিলেন বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। আর বুধবার কড়া ভাষায় তার জবাব দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।(Mamata Banerjee)স্পষ্ট বললেন, “কাক পেখম পরলেও ময়ূর হয়ে যায় না।” পাশাপাশি বাংলায় ধর্মের নামে বিজেপির ঘৃণ্য রাজনীতির প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী জানালেন, “আমি নিজে হিন্দু। ফলে এখানে ধর্মের নামে জালিয়াতি করবেন না।”
Read More: মমতার হাত ধরেই ক্রমশ উজ্জ্বল বাংলার শিল্পের ভবিষ্যৎ, মান্যতা দিল খোদ কেন্দ্র
এদিন বিজেপিকে তুলোধোনা করে মুখ্যমন্ত্রীর(Mamata Banerjee)বক্তব্য, “আপনার নেতা কী করে বলেন মুসলিমরা জিতে আসলে সরিয়ে দেবে। কী করে ৩৩ শতাংশকে অস্বীকার করেন। আমি নিজে হিন্দু। ধর্মের নামে জালিয়াতি করবেন না। যারা হিন্দু-মুসলমান করে আমি তাদের ধিক্কার জানাই। কালো কাপড় পরে থাকলেই হয় না। কাক যদি পেখম পরে ময়ূর হয়ে যায়? সব ধর্ম রক্ষা করা আমাদের দায়িত্ব ও কর্তব্য। একটা মণিপুর সামলাতে পারেন না আপনারা বাংলা চালাবেন? এই ধরনের ধর্মীয় বিদ্বেষের তীব্র প্রতিবাদ জানাই।”

মঙ্গলবার বিধানসভার বাইরে সাংবাদিক বৈঠক করে শুভেন্দু হুঁশিয়ারি দিয়েছিলেন, “ক্ষমতায় আসার পর মুসলিম বিধায়কদের চেয়ার থেকে চ্যাংদোলা করে রাস্তায় ফেলব।” এর জেরে বুধবার সকাল থেকে উত্তপ্ত ছিল বিধানসভা। বিধানসভায় বিরোধীদের বলতে দেওয়া হয় না, এই অভিযোগে কালো কাপড় পরে প্রতিবাদ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)বক্তব্য রাখার সময় ব্যাপক স্লোগান দিতে থাকে বিজেপি। এই প্রেক্ষিতেই শুভেন্দুর সেই মন্তব্যের তীব্র নিন্দা করেন মুখ্যমন্ত্রী। “মানবিকতাই সবচেয়ে বড়, ধর্ম নিয়ে কিছু হয় না। মানুষের আচরণ মানুষের মতন হওয়া উচিত। এভাবে কোনও ধর্মকে অপমান করা চলতে পারে না”, বলেন তিনি।
Link: https://x.com/ekhonkhobor18/status/1899770980198646210?s=19
মততার কথায়, “গতকালের বিবৃতি আমি শুনেছি। চেয়ারটা সকলের। মাননীয় অধ্যক্ষ যদি কারও কিছু বলার থাকে বলতে পারে। আমি বসে শুনবো। কিন্তু আমার কথা ওরা শুনবে না ওরা চিৎকার করবে, এটা গণতন্ত্র নয়।” বিরোধী শিবিরকে মানবিকতার পাঠ দিতেও ভোলেননি তিনি। “আমাদের দেশ সৌজন্যের দেশ। সার্বভৌমত্বের দেশ। আমাদের রক্তে কোনও ধর্ম লেখা থাকে না। মানবিকতাই আসল ধর্ম। এখানে কোনও সম্প্রদায়কে অপমান করা আমরা বরদাস্ত করব না”, বার্তা মুখ্যমন্ত্রীর।(Mamata Banerjee)