কলকাতা: বুধবার পেশ করা হয়েছে রাজ্য বাজেট। এই বাজেটে নারীদের নিরাপত্তাকে গুরুত্ব দিয়েছে রাজ্য সরকার। মহিলাদের সুরক্ষায় ‘রাত্তিরের সাথী, হেল্পারস অফ দি নাইট’ প্রকল্পে অনুমোদিত হয়েছে ১৫৭ কোটি টাকা। এই বরাদ্দ অর্থ দ্বারা কী কী ব্যবস্থা নেওয়া হবে তারও খতিয়ান দিয়েছে রাজ্য সরকার।
মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, রাতে স্বাস্থ্যক্ষেত্রে যে সমস্ত মহিলারা চাকরি করেন তাঁদের নিরাপত্তার জন্য তৈরি করা হয়েছে ‘রাত্তিরের সাথী, হেল্পারস অফ দি নাইট।’ সেই প্রকল্পে অনুমোদিত হয়েছে ১৫৭ কোটি টাকা। এই টাকায় জেলার প্রতিটি স্বাস্থ্যক্ষেত্রে মেয়েদের জন্য আলাদা বিশ্রাম কক্ষ, ওয়াশরুম তৈরি হবে। বাংলার প্রতিটি স্বাস্থ্যকেন্দ্র মুড়ে ফেলা হবে সিসিটিভিতে। পানীয় জল সরবরাহের বিশেষ ব্যবস্থা। স্বাস্থ্যকেন্দ্রের প্রতিটি কোনায় লাগানো হবে পর্যাপ্ত আলো।

প্রসঙ্গত, আর জি করের ঘটনার পর থেকেই হাসপাতালে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি উঠতে থাকে। তা নিয়েই তৎপর হয় রাজ্য সরকার। তাই হাসপাতালে মহিলাদের সুরক্ষা দিতেই তৈরি করা হয় ‘রাত্তিরের সাথী, হেল্পারস অফ দি নাইট’। যাতে আগামীতে নিরাপত্তা নিয়ে কোন সমস্যা না দেখা দেয় সে কারণেই এবার এই প্রকল্পে মহিলাদের সুরক্ষা দিতে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাজ্য সরকারের তরফ থেকে তাই এই প্রকল্পে বরাদ্দ করা হয়েছে ১৫৭ কোটি টাকা।