বরাবরই মোদী সরকারের অবহেলার খাতায় ঠাঁই পেয়েছে উত্তরবঙ্গের চা-বলয় ও চা-শিল্প। এবার কেন্দ্রীয় বাজেটেও ধরা পড়েছে সেই একই ছবি। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উন্নয়নের পথে এগিয়ে চলেছে যাচ্ছে বাংলার চা-শিল্প। একমাত্র রাজ্য বাজেটেই চা-শিল্পের আরও উন্নয়নের কথা ভাবা হয়। তাই রাজ্য বাজেটের দিকেই তাকিয়ে থাকে চা-বলয়। আশা থাকে নতুন ঘোষণার। এবারও তার ব্যতিক্রম হল না।
প্রসঙ্গত, চা-শিল্পকে সাহায্য করার জন্য আগেই এই শিল্পে কৃষি আয়কর ছাড়ের স্কিম চালু করেছে রাজ্য। এই ছাড়ের সুবিধা আরও একবছর বাড়িয়ে ৩১.০৩.২০২৬ পর্যন্ত চালু রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এর ফলে উপকৃত হবে চা-শিল্প। গত কয়েক বছরে এভাবেই মুখ্যমন্ত্রীর উদ্যোগে উন্নয়নের জোয়ার এসেছে চা-শিল্পে।
