কলকাতা: সোমবার বিধানসভার বাজেট অধিবেশনে শুরু হয়। রাজ্যপাল সি ভি আনন্দ বোসের ভাষণ দিয়ে শুরু হয় বাজেট অধিবেশন। প্রথা মেনেই রাজ্যপালকে বিধানসভার পোর্টিকো থেকে স্বাগত জানিয়ে নিয়ে আসেন স্পিকার ও মুখ্যমন্ত্রী। রাজ্যপালকে স্বাগত জানাতে যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময়ে অধিবেশন কক্ষের ঠিক বাইরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখোমুখি হয়ে যান মুখ্যমন্ত্রী। মুখোমুখি হয়ে কোনো আক্রমণ নয় বরং নজির গড়ল মমতা-শুভেন্দুর সৌজন্য বিনিময়ের দৃশ্য।
অধিবেশন কক্ষের ঠিক বাইরে অলিন্দে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখোমুখি হয়ে যান মুখ্যমন্ত্রী। আর তখনই বিরোধী দলনেতাকে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘রাজ্যপালকে রিসিভ করতে যাবি না?’’ আচমকা মুকহ্যমন্ত্রীর এমন সৌজন্যমূলক আহ্বানে একটু অবাক হন শুভেন্দু। কিছুটা থতমত খেয়ে কয়েক সেকেন্ড পরই পরিস্থিতি সামলে নিয়ে শুভেন্দু সরাসরি স্পিকারকে দেখিয়ে বলেন, ‘‘আমি যাব না, এটা ওঁনার কাজ।’’ স্মিত হেসে এগিয়ে যান মুখ্যমন্ত্রী।
দলবদলের পরেও মমতা যে তাঁর সৌজন্য ভোলেননি তা আরও একবার প্রমাণ করল এই ঘটনা। শুভেন্দুর সঙ্গে একসময়ে সুসম্পর্ককে যে এখনও সম্মান করেন মমতা, তা আর বলার অপেক্ষা রাখে না।