অবশেষে পুলিশের জালে ধরা পড়ল নৈহাটিতে তৃণমূল কর্মী সন্তোষ যাদবের খুনের ঘটনায় মূল অভিযুক্ত রাকেশ সাউ। জানা গিয়েছে, ১১ দিন পুলিশের চোখে ধুলো দিয়ে গা ঢাকা দিয়ে থাকলেও শেষরক্ষা হল না। সোমবার রাতে উত্তরপ্রদেশের বালিয়া জেলায় তল্লাশি অভিযান চালায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তৈরি সিটের তদন্তকারীরা। তারপরই স্থানীয় থানার সহযোগিতায় গ্রেফতার করা হয় মূল চক্রী রাকেশকে। তদন্তকারীরা জানিয়েছেন, সোমবার রাতে কিছু বুঝে ওঠার আগেই রাকেশকে পাকড়াও করা হয়। ধরা পড়ে তার শাগরেদ বিশালকেও। দু’জনকেই ট্রানজিট রিমান্ডে উত্তরপ্রদেশ থেকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছে সূত্র।
প্রসঙ্গত, গত ৩১ জানুয়ারি আততায়ীদের গুলিতে খুন হন তৃণমূল কর্মী সন্তোষ যাদব। নৈহাটির পানিট্যাঙ্কি এলাকায় আচমকা গুলি চলে। মাথায় গুলি লাগে সন্তোষের শুধু তাই নয়, পাথর দিয়ে থেঁতলে দেওয়া হয় বলেও অভিযোগ। গুলিবিদ্ধ হওয়ার পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনায় ৯ জনের নামে এফআইআর করেছিল পুলিশ। তাদের মধ্যে ৪ জনকে গ্রেফতার করা হলেও মূল অভিযুক্ত রাজেশ সাউ অধরাই ছিল। অবশেষে গ্রেফতার হল সে। এর আগে রাজেশ সাউয়ের ছেলে আকাশ সাউকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছিল। তৃণমূল কর্মী খুনের ঘটনায় প্রথমে অক্ষয় গণ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এরপর ৬ দিনের মাথায় ভিন রাজ্য থেকে গ্রেফতার করা হয়েছিল দ্বিতীয় অভিযুক্ত রঞ্জিত সাউকে।