কলকাতা: রাজ্যের বিভিন্ন জায়গায় বাড়ি তৈরির কাজ শুরু হয়েছি ‘বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে। তবে সেই প্রকল্প নিয়েই এখন উঠছে অভিযোগ। বাংলার বাড়ি প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগ উঠল বিজেপি নেতার বিরুদ্ধে। কাটমানি নেওয়ার অভিযোগে ওই বিজেপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গিয়েছে, মালদহের হরিশচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের রাধানগর এলাকায়। বাংলার বাড়ি প্রকল্পের নামে কাটমানি নিয়ে পুলিশের জালে বিজেপি নেতা সূর্য দাস। তিনি রাধানগর বুথের বিজেপির পঞ্চায়েত সদস্যা রিতা দাসের স্বামী এবং স্থানীয় বিজেপি নেতা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাধানগরের বাসিন্দা বিচ্ছু দাস বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা পান। তিনি পেশায় দিনমজুর। অভিযোগ, আবাসের প্রথম কিস্তির টাকা ঢোকার পরই তাঁর থেকে টাকা দাবি করেন সূর্য দাস। প্রথমে তিনি টাকা দিতে অস্বীকার করেন। এরপরই আরও চাপ বাড়তে থাকে। শেষপর্যন্ত তাঁকে সাড়ে ১৫ হাজার টাকা দিতে হয়। এরপরে টাকায় ঘাটতি হওয়ায় বাড়ির কাজ বন্ধ হয়ে যায়।
পুলিশসূত্রে আরও জানা গিয়েছে, এই গোটা ঘটনার সম্পর্কে অভিযোগের আকারে জমা দেওয়া হয় জেলাশাসক নীতীন সিঙ্ঘানিয়ার কাছে। তিনি বিডিওকে এই বিষয়টি জানান। হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌমেন মণ্ডল তদন্ত শুরু করেন। এরপরেই অভিযোগটি সত্য বলে প্রমাণিত হলে সূর্য দাস কাটমানির সাড়ে ১৫ হাজার টাকা ফিরিয়ে দেন বিচ্ছু দাসকে।