আরও একবার প্রকাশ্য এল বিজেপির দুষ্কৃতীরাজের চিত্র। ঘটনাস্থল নৈহাটি। শুক্রবার দুপুরে নৈহাটির গৌরীপুরে ব্যবসায়ী তথা স্থানীয় তৃণমূলকর্মী সন্তোষ যাদবকে প্রকাশ্যে গুলি করল এক বিজেপি-আশ্রিত দুষ্কৃতী। গুলিবিদ্ধ রক্তাক্ত অবস্থায় সন্তোষকে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নৈহাটি থানার বিশাল পুলিশবাহিনী।
খুনের নেপথ্যে কী কারণ রয়েছে খতিয়ে দেখছে পুলিশ। সাংসদ পার্থ ভৌমিক জানিয়েছেন, থারুয়া রাজেশ নামে অর্জুন সিংয়ের এক ঘনিষ্ঠ এক ব্যক্তি বাইকে করে এসে গুলি করে পালিয়েছে। তার খোঁজ চালাচ্ছে পুলিশ। নিহত ব্যবসায়ীর মায়েরও দাবি, বিজেপি ঘনিষ্ঠ দুষ্কৃতী রাজেশের সঙ্গে ছেলের শত্রুতা ছিল। রাজেশই তাঁর ছেলেকে গুলি করে খুন করেছে বলে অভিযোগ সন্তোষের মায়ের।
