হাতে সময় রয়েছে আর বছরখানেক। এখন থেকেই আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল। লক্ষ্য, সবকটি আসনেই জয় নিশ্চিত করা। ২৯৪টি আসনেই জোড়াফুল ফোটানোর লক্ষ্যে ঝাঁপাচ্ছে নেতৃত্ব। সম্প্রতি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করা হয়েছিল ২০২৬ সালের বিধানসভা ভোটে জয়ের টার্গেট কত আসন? তিনি উত্তর দেন, ২৯৪টি আসনে জয়ী হওয়া লক্ষ্য, কোনও আসনে হারার জন্য নামব না। অর্থাৎ ২৯৪টি আসনের মধ্যে কোনও আসনকে কম গুরুত্ব দিয়ে তৃণমূল দেখছে না। সব আসনের ক্ষেত্রে সমান গুরুত্ব। সব আসনে সম পরিমাণ লড়াই দিয়ে জয় নিশ্চিত করাই লক্ষ্য। ২৯৪টি আসনে যারা জিততে পারবেন এমন প্রার্থীকেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় টিকিট দিতে চান। স্বচ্ছ ভাবমূর্তি, মানুষের জন্য কাজ করতে পারবেন এমন মুখকে সামনে আনা হবে।
দলীয় সূত্র অনুযায়ী, দলে মহিলা মুখের সংখ্যা বেশি থাকবে। প্রার্থী তালিকায় বর্ষীয়ান নেতা যেমন থাকবেন, তেমনই তরুণ প্রজন্মের মুখও থাকবে। সংঘবদ্ধ পরিবারের ছবি তুলে ভোট যুদ্ধে নামবে তৃণমূল। লক্ষ্য থাকবে সব আসনে জয়। এবছর দলের নেতাদের উপর কড়া নজরদারি চালাবে তৃণমূল। বর্তমান বিধায়কের পারফরম্যান্স খতিয়ে দেখা হবে। এলাকায় যাঁরা পরিচিত মুখ, তাঁদের কাজ ও আচরণ মূল্যায়ন করবেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। সবদিক বিচার-বিশ্লেষণ করেই ২৯৪টি আসনের জন্য ২৯৪ জন প্রার্থীকে বেছে নেবে নেতৃত্ব।