মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রতিশ্রুতিমতোই মহকুমা হয়েছে ধূপগুড়ি। চলছে একের পর এক উন্নয়নমূলক কাজ। বৃহস্পতিবার আরও এক সুখবর দিলেন মুখ্যমন্ত্রী। আলিপুরদুয়ারের সভা থেকে জানালেন, ধূপগুড়ি মহকুমা হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের কাজ শুরু হবে শীঘ্রই। উল্লেখ্য, ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায় রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান ধূপগুড়ি মহকুমা হাসপাতালের পরিকাঠামগত উন্নয়নের জন্য। আবেদন জানানোর পর দিনই মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ার জেলার সুভাষিনী চা-বাগানে অনুষ্ঠিত জনসভা থেকে ঘোষণা করে বলেন, “ধূপগুড়ি মহকুমা হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়নের জন্য ইতিমধ্যেই সম্পূর্ণ হয়ে গিয়েছে টেন্ডার পদ্ধতি। খুব শীঘ্রই শুরু হবে কাজ।”
মমতার এই ঘোষণায় স্বাভাবিকভাবেই হতেই খুশি ধূপগুড়ি মহাকুমার প্রতিটি মানুষ। মুখ্যমন্ত্রীর ভরা সভা থেকে করা এই ঘোষণার ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে দিয়ে ধন্যবাদ জানান সকলেই। “আমি ভীষণ আপ্লুত একদিনের মধ্যেই দিদি আমার আবেদনের সাড়া দিয়েছেন। এরই সাথে এটা প্রমাণিত হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলেন তাই বাস্তবে করে দেখায়”, জানিয়েছেন ধূপগুড়ির বিধায়ক প্রফেসর নির্মল চন্দ্র রায়।
