আজ ২৩ জানুয়ারি। নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮ তম জন্মদিবস। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ীই বৃহস্পতিবার আলিপুরদুয়ারে সুভাষিণী চা-বাগানের মাঠে শাঁখ বাজিয়ে দেশনায়কের জন্মজয়ন্তী পালন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, নিশানা করতে ছাড়লেন না কেন্দ্রকেও। মুখ্যমন্ত্রী বলেন, “নেতাজী বড় চক্রান্তের শিকার! দুঃখ হয়, আমাদের জন্য এত লড়াই করলেন, কীভাবে তাঁর মৃত্যু হল আজও আমরা জানতে পারলাম না।” নেতাজীর জন্মদিনে জাতীয় ছুটি নয় কেন, এই প্রশ্ন আগেই তুলেছিলেন মমতা। এ ব্যাপারে সে সময় কেন্দ্রকে চিঠিও দিয়েছেন। তাঁর কথায়, ‘তিনি দেশপ্রেম, সাহস, নেতৃত্ব, ঐক্য এবং ভ্রাতৃত্বের প্রতীক। নেতাজী সব প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবেন। তাই নেতাজীর জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণা করা উচিত।” এ ব্যাপারে পৃথক বেঙ্গল প্ল্যানিং কমিশন গঠন করার কথাও সেসময় জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, আজ তরাই ডুয়ার্সের চা বাগানের সরকারি মঞ্চ থেকে বিভিন্ন প্রকল্পে ১০৮ কোটি ৭৩ লক্ষ ৪৫ হাজার কোটি টাকার বিভিন্ন প্রকল্পের সূচনা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা রাজ্যজুড়ে প্রতিবারই নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালন করি। তবে এবারই প্রথম তরাই-ডুয়ার্স থেকে জাতির নায়ককে শ্রদ্ধা জানানো হল।” কেন্দ্রের সমালোচনা করে এদিন মমতা বলেন, “উনি আমাদের দেশের বীর নায়ক। তিনি প্ল্যানিং কমিশন গঠন করেছিলেন। অথচ এখন সেটা তুলে দেওয়া হয়েছে।” ইতিমধ্যে নেতাজী-সহ দেশের শহিদদের স্মৃতিতে আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগারকে আলিপুর মিউজিয়ামে পরিণত করেছে রাজ্য। এদিন সেই প্রসঙ্গও উল্লেখ করেন মমতা। অনুষ্ঠানমঞ্চ থেকে ৩০ হাজার উপভোক্তার হাতে সরকারি পরিষেবাও তুলে দেন মুখ্যমন্ত্রী।
