ক্ষমতায় আসার পর থেকেই সিবিআই, ইডির মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে রাজনৈতিক স্বার্থে নিজেদের অঙ্গুলিহেলনে চালনা করতে দেখা গিয়েছে মোদী সরকারকে। এনিয়ে বারবার উঠেছে বিতর্কের ঝড়। সরব হয়েছে বিরোধী দলগুলি। এবার নিজেদের এক্তিয়ারের বাইরে গিয়ে অতিসক্রিয়তা দেখানোর খেসারত দিতে হল কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে। ইডিকে কার্যত তুলোধোনা করে ১ লক্ষ টাকা জরিমানা করল বম্বে হাইকোর্ট। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলা হল, তদন্তের নামে কোনও অবস্থাতেই সাধারণ মানুষকে হেনস্থা করতে পারেন না তারা। আইনের মধ্যে থেকে কাজ করতে হবে তাদের।
প্রসঙ্গত, যে মামলার পরিপ্রেক্ষিতে ইডিকে জরিমানা করে আদালত, তা মুম্বইয়ের এক রিয়েল এস্টেট ব্যবসায়ী রাকেশ জৈনের বিরুদ্ধে ইডির সংঘাতকে কেন্দ্র করে। জানা গিয়েছে, ওই ব্যবসায়ীর বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ এনেছিল ইডি। ওই রিয়েল এস্টেট ব্যবসায়ীর থেকে সম্পত্তি কিনেছিলেন এমন এক ব্যক্তি চুক্তিভঙ্গ ও প্রতারণার অভিযোগ এনে মুম্বইয়ের ভিলে পার্লে পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করেন। সেই এফআইআরের ভিত্তিতেই ব্যবসায়ীর বিরুদ্ধে আর্থিক তছরুপের তদন্ত শুরু করে ইডি। গত আগস্ট মাসে ওই ব্যবসায়ীকে সমন পাঠানো হয়। মঙ্গলবার বম্বে হাইকোর্টের বিচারপতি মিলিন্দ যাদবের বেঞ্চ ইডির সমন খারিজ করে দিয়ে বলে, ওই ব্যবসায়ীর বিরুদ্ধে বিনা কারণে মামলা করা হয়েছে। ফলত একেবারেই ধোপে টেকেনি অভিযোগ।
