নতুন বছরের শুরুতেই আরম্ভ হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। বর্তমানে উত্তরবঙ্গে রয়েছেন তিনি। সোমবার বিকেলেই মালদহে পৌঁছে গিয়েছেন। আজ, মঙ্গলবার ইংরেজবাজারে পরিষেবা প্রদান সভায় যোগ দেবেন মমতা। প্রশাসনিক স্তরে এই সভা ঘিরে চূড়ান্ত ব্যস্ততা শুরু হয়ে গিয়েছে। তৃণমূল জেলা নেতৃত্বের তরফেও জোর প্রস্তুতি চলছে। মালদহ জেলা ক্রীড়া সংস্থার মাঠে এই সরকারি অনুষ্ঠান হবে। অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি বেশ কিছু প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করবেন। এছাড়া বেশ কিছু গ্রাহকদের হাতে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা দেওয়া হতে পারে বলে জানিয়েছে সূত্র।
পাশাপাশি জানা গিয়েছে, আজ মালদহে মুখ্যমন্ত্রী ৩৫০ কোটি প্রকল্পের উদ্বোধন ও ৮০০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করবেন। মালদহের সুজাপুরে প্লাস্টিক হাব, কাজিগ্রামে ক্লাস্টার শিল্প, রাস্তা, বাড়ি বাড়ি পানীয় জল প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও পথশ্রী, বাড়ি বাড়ি পানীয় জল-সহ একাধিক প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। মুখ্যমন্ত্রী জেলা সফরে আসছেন, শোনার পরেই ব্যস্ততা বেড়েছে তৃণমূল নেতৃত্বের। প্রচুর সংখ্যায় মানুষ যাতে উপস্থিত থাকেন সেদিন, সেজন্য প্রচারও শুরু হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে কী বার্তা দেবেন, তারই অপেক্ষায় মালদহ জেলা তৃণমূল নেতৃত্ব। আগামী বছরই বিধানসভা ভোট। কাজেই রাজনৈতিক দিক থেকে এই সভাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন রাজনীতির কারবারিরা।
