আগামী সোমবার মুর্শিদাবাদ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লালবাগে তাঁর সভার স্থান চূড়ান্ত করা হয়েছে। ‘নবাব বাহাদুর ইনস্টিটিটিউশন’-এর মাঠে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা হওয়ার কথা। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের পর প্রথমবার মুর্শিদাবাদ সফরে আসছেন মুখ্যমন্ত্রী।।জেলা প্রশাসন সূত্রে খবর, হেলিকপ্টারে এসে সভা করে সোমবারই মালদহ চলে যাবেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক সভা থেকে নানা সরকারি পরিষেবা প্রদান করবেন তিনি। জেলার জন্য কিছু নতুন প্রকল্পের উদ্বোধনও হতে পারে। বৃহস্পতিবার সভার দিনক্ষণ চূড়ান্ত হতেই দফায় দফায় বৈঠকে বসেছেন জেলা প্রশাসনের শীর্ষকর্তারা। সন্ধ্যায় মুর্শিদাবাদের জেলাশাসক রাজর্ষি মিত্র, মুর্শিদাবাদের পুলিশ জেলার পুলিশ সুপার সূর্যপ্রতাপ যাদব, বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার-সহ জেলা প্রশাসনের আধিকারিকেরা নবাব বাহাদুর’স ইনস্টিটিটিউশনের মাঠ ঘুরে দেখেন। কার্যত বৃহস্পতিবার থেকেই মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সভাস্থলের পাশেই কোনও ফাঁকা জায়গায় হেলিপ্যাড তৈরির ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে সূত্র।
পাশাপাশি, শুক্রবারও সভাস্থল পরিদর্শনে যেতে পারেন জেলা প্রশাসনের শীর্ষকর্তারা। মাঠ ও হেলিপ্যাড চত্বর ইতিমধ্যেই নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। মুখ্যমন্ত্রীর সভার আগে বা সভা চলাকালীন যাতে অপ্রীতিকর ঘটনা না-ঘটে, তার জন্য বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। জঙ্গিপুর, জিয়াগঞ্জ, রঘুনাথগঞ্জ, বহরমপুর, লালবাগ, হরিহরপাড়া-সহ জেলার একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় বাড়ানো হচ্ছে পুলিশি নজরদারি। জেলার সীমানায় চলছে নাকা তল্লাশি। ‘‘মুখ্যমন্ত্রী জেলায় আসছেন, এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের খবর। একাধিক সরকারি প্রকল্প ও মুর্শিদাবাদের জন্য বিশেষ প্রকল্প উপহার দেবেন বলেই আমাদের বিশ্বাস। সম্ভবত সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী সভা করবেন। সরকারি ভাবে কিছু জানতে না পারলেও আমরা সব রকম ভাবে প্রস্তুত থাকছি’’, জানিয়েছেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা।