Mamata Banerjee খোদ মুখ্যমন্ত্রীর উদ্যোগেই মিলেছে সমাধান। ঘরে ফিরেছেন বাংলাদেশে আটক ৯৫ জন ভারতীয় মৎস্যজীবী। আজ, গঙ্গাসাগরে তাঁদের স্বাগত জানাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার গঙ্গাসাগর মেলার পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী। গঙ্গাসাগরে কথা বলবেন বাংলাদেশ থেকে ফেরা ৯৫ জন মৎস্যজীবীর সঙ্গে। বাংলাদেশের অশান্ত পরিস্থিতির মধ্যে জলসীমায় ঢুকে পড়া ৯৫ জন মৎস্যজীবীকে আটক করা হয়েছিল। তাঁদের ফেরাতে কোনওরকম উদ্যোগ নেয়নি কেন্দ্রের বিজেপি সরকার। তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আর্জি জানান অবিলম্বে বাংলাদেশে আটক মৎস্যজীবীদের দেশে ফেরাতে।
Read More: সোমবার গঙ্গাসাগর পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা – খতিয়ে দেখবেন প্রস্তুতি ও ব্যবস্থাপনা
মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই আবেদনের পর মৎস্যজীবীদের ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। রবিবার হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয় ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক জল সীমানায়। আজ গঙ্গাসাগরে মেলা পরিদর্শনের পাশাপাশি বাংলাদেশ থেকে ফেরা মৎস্যজীবীদের সঙ্গে দেখা করে কথা বলবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কাকদ্বীপ সংলগ্ন এলাকার মৎস্যজীবী সকল পরিবার। মূলত তাঁর উদ্যোগেই বাংলাদেশের জেল থেকে মুক্ত হয়ে ঘরে ফিরতে পারছেন মৎস্যজীবীরা। তাঁদের অভ্যর্থনা জানাতে দুই মন্ত্রী বঙ্কিম হাজরা ও মন্টুরাম পাখিরাকে দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী।
Link: https://x.com/ekhonkhobor18/status/1876174913385758891?s=19