Bengal BJP ফের বড়সড় বিপাকে পড়ল বঙ্গ বিজেপি। সম্প্রতি ঘটে যাওয়া আলিপুরদুয়ার শ্যুটআউট-কাণ্ডে মিলল গেরুয়া-যোগ। আততায়ী বিজেপির শাখা সংগঠনের সক্রিয় সদস্য! মঙ্গলবার ঘটনার পরই স্থানীয়রা হাতেনাতে ধরে ফেলে আততায়ী বিশ্বদীপ দাসকে। জনরোষের কবলে পড়ে গুরুতর জখম হয় আততায়ী। পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যেতেই মৃত্যু হয়। খুনের কারণ এবং কারা যুক্ত জানতে তদন্ত শুরু হয়। এরপর থেকে প্রতিদিনই উঠে এসেছে নতুন নতুন তথ্য। তবে এবার সরাসরি বিজেপি কর্মীর নাম উঠে আসায় স্বাভাবিকভাবেই চাপে পড়েছে দলীয় নেতৃত্ব।
Read More: ডিসেম্বর থেকে একগুচ্ছ কর্মসূচি – ফের পথে নামছে মহিলা তৃণমূল কংগ্রেস
বৃহস্পতিবার মৃতার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে তৃণমূল নেতা সৌরভ চক্রবর্তী বলেন, “বিজেপি-আশ্রিত দুষ্কৃতীরা শান্ত রাজ্যে অশান্তির চেষ্টা চালিয়ে যাচ্ছে। খুনের ঘটনার সঙ্গে শুধু বিশ্বদীপ দাস ও তার সঙ্গী মনোজ বন্দ্যোপাধ্যায় নয়, আরও কেউ রয়েছে। আর এই গ্যাংয়ের হাতে রয়েছে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র। পুলিশ তদন্ত করে এদের মুখোশ খুলে দেবে।” ঘটনার দিন খুনির সঙ্গে থাকা মনোজ বন্দ্যোপাধ্যায়কে বুধবার গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাকে পেশ করা হয় আলিপুরদুয়ার আদালতে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1870057349391757635