উপনির্বাচনের ঠিক আগে প্রবল অস্বস্তিতে পড়ল বঙ্গ বিজেপি। মাদারিহাটের পদ্ম-প্রার্থী রাহুল লোহারের বিভিন্ন কুকর্ম ফাঁস করে লাগানো হল একাধিক পোস্টার। মাদারিহাট বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সাকোয়াঝোড়া কার্যত ছয়লাপ হয়ে গিয়েছে রাহুলের কুকীর্তির পোস্টার। পোস্টারে উল্লিখিত আছে খুন, গুণ্ডামি, তোলাবাজি-সহ একাধিক অভিযোগের কথা। শুধু প্রার্থী নয়, প্রার্থীর বাবার বিরুদ্ধেও রয়েছে অভিযোগ।
উক্ত পোস্টার প্রকাশ্যে আসতেই রীতিমতো মুখে কুলুপ এঁটেছে বিজেপির রাজ্য নেতৃত্ব। এলাকার বিজেপি সাংসদও এ নিয়ে টুঁ শব্দটি করেননি। স্থানীয় মানুষ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে প্রশ্ন তোলা শুরু করেছে ইতিমধ্যেই। স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় ঘুম উড়েছে গেরুয়া-নেতৃত্বের।