উত্তরবঙ্গ সফরে গিয়েই পাহাড়বাসীকে নতুন সুসংবাদ শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পাহাড় অঞ্চলের প্রতিভাবান ও যোগ্য ছেলেমেয়েদের কর্মসংস্থানের সরকারিভাবে চালু হবে বিশেষ পোর্টাল। মঙ্গলবার দার্জিলিংয়ে জিটিএ’র সদস্যদের সঙ্গে বৈঠকের পর একথা জানান মুখ্যমন্ত্রী পাহাড়ের উন্নয়নে এদিন একগুচ্ছ প্রকল্পের ঘোষণাও করেন মমতা। একই সঙ্গে তরুণ প্রজন্মকে কর্মসংস্থানের উপযোগী করে তুলতে সরকারিভাবে ৪টি স্কিল সেন্টার চালু করার কথাও জানান তিনি।
আজ দুপুর সাড়ে ৩টেয় জিটিএ-র সদস্যদের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। জিটিএ-র পাশাপাশি বৈঠকে উপস্থিত ছিলেন অন্যান্য জনজাতিদের জন্য তৈরি বোর্ডের সদস্যরাও। বৈঠকে বিভিন্ন জনজাতিদের জন্য গঠিত বোর্ডের কাজকর্ম খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে প্রাকৃতিক দুর্যোগের কারণে পাহাড়ের একাধিক জায়গায় ধস নেমেছিল। বন্যাকবলিত হয়েছিল কিছু এলাকা। ক্ষতিগ্রস্ত এলাকার বিষয়েও কী কী কাজ হয়েছে, তাও খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। তারপরই পাহাড়ের উন্নয়নে বিভিন্ন প্রকল্পের ঘোষণা করেন তিনি।