ফের প্রকাশ্যে এল পদ্মশিবিরের নেতা ও কর্মীদের গুন্ডামি ও বর্বরতার চিত্র। কিছূদিন আগেই খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে নারীনির্যাতনের অভিযোগ উঠেছিল বিজেপি-আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আর এবার একই ঘটনার সাক্ষী রইল পূর্ব মেদিনীপুরের খেজুরি। যাত্রা শিল্পীদের বেধড়ক মারধর করল বিজেপির নেতারা। রেহাই পাননি মহিলা শিল্পীরাও। পুজোর উৎসবের মরশুমে গ্রাম-বাংলার অন্যতম আকর্ষণ যাত্রা। শহরের যাত্রার দলগুলি তাই পুজোর আগে নতুন উপস্থাপনা নিয়েও তৈরি থাকে। তেমনই কলকাতার একটি যাত্রার দল শনিবার রাতে পূর্ব মেদিনীপুরের খেজুরিতে যাত্রা পরিবেশন করতে যায়। খেজুরি বাজার কালীমন্দির কমিটির আয়োজনে যাত্রার শেষে হঠাৎই তাঁদের উপর চড়াও হয় একদল বিজেপি নেতা।
প্রসঙ্গত, যাত্রা শিল্পীদের তোলা ভিডিওয় দেখা যায়, তিন নেতা শিল্পীদের গায়ে হাত তোলেন। ভিডিও করা হলে সেই মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। পরে উদ্যোক্তাদের পক্ষ থেকে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। উক্ত ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘এখন খবর’। শিল্পীরা অভিযোগ করেন, খেজুরি-২ মণ্ডল বিজেপি সভাপতি সন্দীপ দাস, বিজেপি যুব নেতা প্রীতম হাজরা ও বিজেপি নেতা সন্দীপ বেরা নামে তিন নেতা হঠাৎ এই হামলার ঘটনা ঘটিয়েছিল। মারধর করা হয় অভিনেতা অরূপ বন্দ্যোপাধ্যায়কে। মহিলা শিল্পী তিস্তার গায়েও হাত তোলা হয় বলে অভিযোগ। কেড়ে নেওয়া হয় তাদের মোবাইল ফোনও। পরে খেজুরি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে। পালিয়ে যায় এক অভিযুক্ত। পুলিশ যেভাবে দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের আটক করে ও শিল্পীদের এলাকা থেকে নিরাপদে ঘরে ফেরার ব্যবস্থা করে তাতে ধন্যবাদ জানান যাত্রাদলের শিল্পীরা। সমাজমাধ্যমে ঘটনার ভিডিওটি ছড়িয়ে পড়তেই প্রতিবাদ করেন অন্য শিল্পীরাও। শিল্পীদের একত্রিত হয়ে দুষ্কৃতীদের বিরুদ্ধে দাঁড়ানোর প্রচারও চালানো হয়। এই ঘটনায় মুখে কুলুপ এঁটেছেন বিজেপির জেলা বা রাজ্যস্তরে কোনও নেতারা। শিল্পীদের দাবি, কমিটির একাংশ তাদের অনুষ্ঠানে সন্তুষ্ট হন। কিন্তু দুই থেকে তিন জনের একটি দল পরিকল্পিতভাবে গন্ডগোল তৈরির জন্য তারা অনুষ্ঠানের দুর্নাম করতে থাকেন। এরপরই তাঁদের ওপর হামলা চলে। কোনওক্রমে বেঁচে যান তারা। ঘটনার তীব্র নিন্দা করেছেন স্থানীয় ব্লক তৃণমূল সভাপতি অরূপ দাস। “এটাই বিজেপির চরিত্র। ওদের কাছে কেউ নিরাপদ নয়। মানুষ বুঝতে পারছে বিজেপির আচ্ছে দিনের পরিনাম। তাই দিকে দিকে নির্বাচনে বিজেপির ওপর বিপর্যয় নেমে পড়ছে”, পদ্মশিবিরকে একহাত নিয়ে জানিয়েছেন তিনি।