মোদী-জমানায় কার্যত সমার্থক হয়ে দাঁড়িয়েছে ভারতীয় রেল ও দুর্ঘটনা! গত কয়েক বছরে একাধিক প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনার সাক্ষী থেকেছে দেশ। বারবার বেআব্রু হয়েছে রেলের অব্যবস্থার চিত্র। ২০২৩ সালে বাহানগায় করমণ্ডল এক্সপ্রেস, চলতি বছরে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, ডিব্রুগড় এক্সপ্রেস ও অতিসম্প্রতি হাওড়া-মুম্বই মেল দুর্ঘটনার বিভীষিকার এখনও দগদগে দেশবাসীর মনে। এবার অসমে লাইনচ্যুত হল লোকমান্য তিলক এক্সপ্রেস। ট্রেনের পাওয়ার কার, ইঞ্জিন এবং ৮টি কামরা পুরোপুরি বেলাইন হয়ে গেল।
বৃহস্পতিবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে হাফলংয়ের কাছে। লামডিং থেকে ৩০ কিলোমিটার দূরে দিবালং এলাকায়। আগরতলা থেকে মুম্বই যাচ্ছিল ট্রেনটি। হতাহতের অবশ্য কোনও খবর নেই বলে জানিয়েছেন উত্তর-পূর্ব ফ্রন্টিয়ার রেলওয়ের মুখ্যজনসংযোগ আধিকারিক কে কে শর্মা। তবে স্থানীয় সূত্র খবর, জখম হয়েছেন বেশ কয়েকজন। লামডিং থেকে মেডিক্যাল টিম পাঠানো হয়েছে ঘটনাস্থলে। চালু করা হয়েছে হেল্পলাইন। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটিকে লাইন থেকে সরানোর ব্যবস্থা করা হয়েছে ইতিমধ্যেই। তবে বারবার এহেন ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে পড়েছে মোদীর রেলমন্ত্রক।