আজই প্রকাশ পেতে চলেছে তৃণমূল কংগ্রেস দলীয় মুখপত্র ‘জাগোবাংলা’র উৎসব সংখ্যা। প্রতিবছর নিয়ম করে মহালয়ার দিন তা প্রকাশিত হয়ে আসছে। বুধবার দুপুরে নজরুল মঞ্চে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হবে এই বাৎসরিক মনোজ্ঞ অনুষ্ঠান। প্রতিবারের মতো এবারও দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়েই ‘জাগোবাংলা’র উৎসব সংখ্যার উদ্বোধন হবে। মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত থাকবেন দলের প্রথম সারির নেতৃত্ব। থাকবেন মন্ত্রী, সাংসদ, বিধায়ক-সহ দলের কর্মী-সমর্থক ও সাধারণ মানুষ। থাকবেন লেখকরাও। সেইসঙ্গে পিতৃপক্ষের অবসান আর দেবীপক্ষের এই সূচনাকালে প্রকাশিত হতে চলেছে দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় ও সুরে পুজোর গানের অ্যালবাম ‘অঞ্জলি’।
এপ্রসঙ্গে তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, মহালয়ার দুপুরে নজরুল মঞ্চে ‘জাগোবাংলা’ উৎসব সংখ্যা প্রকাশের সঙ্গেই উদ্বোধন হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় ও সুরে গানের অ্যালবাম ‘অঞ্জলি’র। মোট ১০টি গান রয়েছে এই অ্যালবামে। গানগুলি গেয়েছেন ইন্দ্রনীল সেন, নচিকেতা চক্রবর্তী, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, বাবুল সুপ্রিয়, রাঘব চট্টোপাধ্যায়, অদিতি মুন্সি প্রমুখ। পাশাপাশি, যাঁদের শারদ প্রবন্ধ-গল্প-উপন্যাস-ছোটগল্প-কবিতা জায়গা পেয়েছে এবারের উৎসব সংখ্যায়, তাঁরাও আজ উপস্থিত থাকবেন। এছাড়াও উপস্থিত থাকবেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনরা। সারাবছর ধরে প্রতিদিন রাজনীতির খবর-সহ একাধিক দিকের খবর পরিবেশন করে ‘জাগোবাংলা’ পত্রিকা। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংস্কৃতিচর্চা ও আগ্রহের কথা কারও অজানা নয়। দেবীপক্ষের সূচনায় প্রকাশিত হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়-সুরে বাংলার বিশিষ্ট শিল্পীদের কণ্ঠে গান। সঙ্গীত আয়োজনে দেবজ্যোতি বসু ও কুণাল চক্রবর্তী। বুধবার নজরুল মঞ্চের অনুষ্ঠানে এই অ্যালবাম প্রকাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন নিজে।
