জঙ্গলমহলবাসীর জন্য খুশির খবর আনল রাজ্য। সোমবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের রোহিণী থেকে কলকাতা যাওয়ার সরকারি বাস পরিষেবা চালু হল। বাস পরিষেবার সূচনা করেন সাঁকরাইল পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ তথা রোহিণী অঞ্চল তৃণমূল সভাপতি মথুর মাহাত। সোমবার ভোরে রোহিণী বাস স্ট্যান্ড থেকে কলকাতার পথে রওনা দেয় দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাসটি। এতদিন কলকাতা যাওয়ার জন্য সাঁকরাইলের বাসিন্দাদের খড়গপুর যেতে হত। এবার সেই সমস্যা দূর হল। ফলে আগে কলকাতা যাওয়ার যে খরচ এখন সরকারি বাস চালু হওয়ায় অনেকটাই কমবে বলে জানান যাত্রীরা।
প্রসঙ্গত, সোমবার ভোরে পুরোহিত পুজো করার পর ফিতে কেটে বাসটির সূচনা করা হয়। বাসযাত্রীদের মিষ্টিমুখ করানো হয়। অনুষ্ঠানে ছিলেন, রোহিণীর তৃণমূল শ্রমিক সংগঠনের অঞ্চল সভাপতি নির্মল নায়েক, মহিলা তৃণমূল নেত্রী মণি নায়েক, অসীমা দাস-সহ অনেকে। মথুর মাহাত বলেন, সাঁকরাইলের মানুষজনের দীর্ঘদিনের দাবি পূরণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলাশাসক সুনীল আগরওয়াল, ঝাড়গ্রামের আরটিএ আধিকারিক অমৃতকুমার দত্ত, জেলা আরটিএ সদস্য অনুপ মাহাত, পঞ্চায়েত সমিতির পরিবহন কর্মাধ্যক্ষ শচীন ঘোষ-সহ সবাইকে ধন্যবাদ জানান তিনি। রোহিণী থেকে কলকাতা সরকারি বাস চালু হওয়ায় পুজোর মুখে খুশি সাঁকরাইলের মানুষজন। বাসটি প্রতিদিন সকাল ৫টা ৫০ মিনিট নাগাদ রোহিণী থেকে ছেড়ে কুলটিকরি, গুপ্তমণি, খড়ঘপুর হয়ে কলকাতা পৌঁছাবে। বিকালে এসপ্লানেড থেকে ৪টা ২০ মিনিটে ছাড়বে সেই বাস।