প্রায় বছরদুয়েক পর বোলপুরে ফিরেছেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। এদিন রীতিমতো উৎসবের মেজাজ ছিল বোলপুরের নিচুপট্টি এলাকায়। ‘কেষ্ট’কে ফুল ও স্লোগানে বরণ করে নিলেন এলাকাবাসীরা। ঘটনাচক্রে, আজই বীরভূমে প্রশাসনিক বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ফলত স্বাভাবিকভাবেই মমতা-অনুব্রত সাক্ষাতের জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তবে ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, প্রশাসনিক সভায় নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্ত বৈঠক করবেন অনুব্রত মণ্ডল। জানা গিয়েছে, মঙ্গলবার প্রশাসনিক বৈঠকের পর সরকারি গেস্ট হাউস ‘রাঙাবিতান’-এ অনুব্রত যাবেন মমতার সঙ্গে দেখা করতে। তাঁদের মধ্যে একান্তে আলাপ-আলোচনা হবে। জেলা সভাপতি হিসেবে এবার থেকে সংগঠনের কাজকর্ম কীভাবে চালাবেন, তা নিয়ে কথা হতে পারে দুজনের মধ্যে।
প্রসঙ্গত, সিপিএম আমল থেকে লড়াই করে বীরভূমের লালমাটিতে ঘাসফুলকে দাপটের সঙ্গে প্রতিষ্ঠা করা অনুব্রত গোড়া থেকে মমতার অত্যন্ত স্নেহভাজন। ২০২২ সালে যখন গরু পাচার মামলায় অনুব্রতকে নিচুপট্টির বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে যায় সিবিআই, তখন মমতা জানান, “ষড়যন্ত্র হয়েছে। একদিন ছাড়া পেয়ে যাবে।” সেই কারণে সম্ভবত বীরভূমের জেলা সভাপতি পদটি তিনি ফাঁকা রেখেছিলেন। সাংগঠনিক কাজ চালাতে গড়ে দিয়েছিলেন কোর কমিটি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল, বোলপুরের প্রশাসনিক বৈঠকেই থাকতে পারেন অনুব্রত। মঙ্গলবার সকাল পর্যন্তও তা নিয়ে নির্দিষ্ট কোনও খবর ছিল না কারও কাছেই। তবে বেলা গড়াতেই জানা গেল, কোনও প্রশাসনিক বৈঠকে নয়, মমতার সঙ্গে একাই দেখা করতে চান কেষ্ট। আর মমতা তাঁকে সেই সময়ও দিয়েছেন। এদিন প্রশাসনিক বৈঠকের পর মুখ্যমন্ত্রী ফিরবেন বোলপুরের সরকারি গেস্ট হাউস ‘রাঙাবিতান’-এ। সেখানেই অনুব্রতর সঙ্গে তাঁর একান্তে সাক্ষাৎ হবে। জানা যাচ্ছে, জেলা সভাপতি হিসেবে আগের মতো কাজ চালিয়ে যাবেন ‘কেষ্ট’।