মোদী-জমানায় দেশজুড়ে বারবার ঘৃণ্য আক্রমণের শিকার হয়েছেন দলিত সম্প্রদায়ের মানুষ। এবার বিজেপি জোটশাসিত বিহারের নওয়াদার দলিত কলোনিতে উত্তপ্ত হয়ে উঠল হিংসায়। চলল গুলিও। জ্বালিয়ে দেওয়া হয় দলিতদের শতাধিক বাড়িঘর। নিমেষের মধ্যে পুড়ে খাক হয়ে গেল একাধিক বাড়ি ৷ খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। কিন্তু ততক্ষনে সর্বস্ব হারিয়ে চারদিকে হাহাকার। যদিও পুলিশের তরফে জানানো হয়েছে, মোট ২১টি বাড়ি জ্বালানো হয়েছে ৷ দলিত পরিবারগুলির বেশকিছু গবাদি পশু মারা গিয়েছে ৷ পুলিশের বয়ান অনুযায়ী, ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলাশাসক থেকে জেলার এসপিও এলাকায় যান ৷ প্রাথমিক তদন্তে খবর, জমি সংক্রান্ত দু’পক্ষের বিবাদের ফলে এমন ঘটনা ৷ বস্তুত, ‘ডবল ইঞ্জিন’ সরকারের আমলে দলিত সম্প্রদায়ের কী পরিণতি হয়েছে, নওয়াদার ঘটনা তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।
উল্লেখ্য, সময়ের সাথে সাথেই বিহারের জঙ্গলরাজ ক্রমশ বেআব্রু হয়ে উঠছে। সমাজে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করছে বিজেপি, এমনই মনে করছে রাজনৈতিক মহল। যদিও রাজ্য পুলিশ স্বভাবসিদ্ধভাবেই সম্পূর্ণ বিষয়টি অস্বীকার করে দলিত পরিবারগুলির ওপরেই দোষারোপ করে। মল্লিকার্জুন খাড়গে এই হামলা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন। “এটি অত্যন্ত নিন্দনীয় যে প্রায় ১০০টি দলিত বাড়িতে আগুন লাগানো হয়েছে ৷ সেখানে গুলিও চালানো হয়েছে ৷ দলিত এবং সুবিধাবঞ্চিতদের প্রতি বিজেপির অবহেলা, অপরাধমূলক ঘটনা এবং অসামাজিক কাজকর্ম চরমে পৌঁছেছে। প্রধানমন্ত্রী মোদী যথারীতি নীরব, নীতীশ কুমার তাঁর ক্ষমতার লোভে উদাসীন”, বক্তব্য তাঁর।