অস্বস্তি বাড়ল কর্ণাটকের বিজেপি বিধায়ক মুনিরত্ন নাইডুর। বর্তমানে জাতপাত সংক্রান্ত বিষয় নিয়ে ঠিকাদারকে হুমকির মামলায় জেলে রয়েছেন তিনি। আর এবার তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেন বেঙ্গালুরুর এক মহিলা। তিনি জানান, ২ বছর ধরে মুনিরত্ন তাকে ক্রমাগত হুমকি দিয়ে ধর্ষণ করে গিয়েছেন। ইতিমধ্যেই বিজেপি বিধায়কের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করেছে পুলিশ। পাশাপাশি বেঙ্গালুরুর ওই মহিলা বিধায়কের ৬ সহযোগীর বিরুদ্ধে রামনগর জেলার অন্তর্গত কাগগলিপুর থানায় যৌন হেনস্থার অভিযোগ জানিয়েছেন। সেই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছে পুলিশ।
নির্যাতিতা জানান, ২০২০ সালে তাঁকে প্রথম ধর্ষণ করা হয়। এরপর টানা ২ বছর ধরে তাকে ধর্ষণ করে গিয়েছেন মুনিরত্ন। তাঁর বন্দুকধারী সহযোগী-সহ বাকিরা বিজেপি বিধায়ককে এই কাজে সহযোগিতা করতেন। ওই এলাকার একটি রিসর্টে ধর্ষণের ভিডিও রেকর্ডিং করে বারবার তাঁকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ করতেন মুনিরত্ন। মোট ৭ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। প্রসঙ্গত, মুনিরত্ন আর আর নগরের বিজেপি বিধায়ক। বাকি অভিযুক্তদের নাম হল বিজয় কুমার, মঞ্জুনাথ, কিরণ, লোহিত এবং লোকি। এদিনের অভিযোগে মহিলা দিনকর শেঠি নামে এক ব্যবসায়ীর নামও নেন। অভিযোগ পেয়ে নির্যাতিতাকে নিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় পুলিশ।