Trinamool আর জি কর কাণ্ডের পর থেকেই ঘোলা জলে মাছ ধরতে উঠেপড়ে লেগেছে বিরোধীরা। রাজনীতির ঘৃণ্য আগুনে লাভের রুটি সেঁকে নিতে মরিয়া তারা। সমাজমাধ্যমে একের পর এক ছড়িয়ে পড়েছে ভুয়ো ও বিভ্রান্তিমূলক খবর। পাশাপাশি ডাক্তারদের আন্দোলনমূলক কর্মবিরতির জেরে বিনা চিকিৎসায় প্রাণ যাচ্ছে বহু সাধারণ মানুষের। তাতেও চিকিৎসকদের কোনও ভ্রূক্ষেপ নেই। এই পরিস্থিতিতে বিরোধীরাও চুপ কেন? উঠছে প্রশ্ন। এবার বাংলাকে অশান্ত করার চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দক্ষিণ হাওড়ার রক্তদান শিবির আয়োজন করল তৃণমূল।
রবিবার হাওড়া সদর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৈলাস মিশ্রের নেতৃত্বে এবং পূর্ণেন্দু ঘোষের উদ্যোগে ৪১ নম্বর ওয়ার্ডের উদ্যোগে দানেশ শেখ লেনে অনুষ্ঠিত হল রক্তদান শিবির। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র ঋজু দত্ত, হাওড়া জেলা(সদর) মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও বিধায়ক নন্দিতা চৌধুরী, সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, হাওড়া সদর যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি পূর্ণেন্দু ঘোষ-সহ দলের আরও অনেকে। হাওড়ার মুখ্য পুর প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী-সহ দলের আরও অনেকে। এই শিবিরে রক্তদান করেন প্রায় ৩২১ জন।
লিঙ্কঃ https://x.com/ekhonkhobor18/status/1833063666192724337