Manipur কেটে গিয়েছে প্রায় বছরখানেক। তবু্ও বিজেপিশাসিত মণিপুরে পুরোপুরি নেভেনি জাতিদাঙ্গার আগুন। এখনও অশান্ত উত্তর-পূর্বের এই ‘ডবল ইঞ্জিন’ রাজ্য। এবার একদিনে জোড়া হামলায় রক্তাক্ত হয়ে উঠল মণিপুর। ড্রোনের পর রকেট লঞ্চার দিয়ে গ্রেনেড হামলা চালাল জঙ্গিরা। শুক্রবার বিষ্ণুপুর জেলার মইরাংয়ে এই হামলার ঘটনায় মেইতেই সম্প্রদায়ের ৭০ বছর বয়সী এক বৃদ্ধ প্রাণ হারান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মাথার পিছনে আঘাত লাগে ওই বৃদ্ধের। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
পাশাপাশি, আহত হয়েছে ১৩ বছরের একটি নাবালিকা-সহ ৫ জন। রাজধানী ইম্ফল থেকে ৩৫ কিলোমিটার দূরে বিষ্ণুপুরের লেক সংলগ্ন শহরে এই হামলাটি হয়। লোকতাক হ্রদের তীরে মইরাং শহরের আইএনএ মিউজিয়াম থেকে মাত্র ১০০ মিটার দূরে মণিপুরের প্রথম মুখ্যমন্ত্রী মাইরেম্বাম কোইরেং সিংয়ের বাড়ি। সেই বাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয় বলে জানা গিয়েছে। একই দিনে সন্দেহভাজন জঙ্গিরা বিষ্ণুপুর জেলার আরও একটি স্থানে হামলা চালায়। তাতে ক্ষতিগ্রস্ত হয় একটি স্থানীয় কমিউনিটি হল এবং একটি পরিত্যক্ত ঘর। তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
লিঙ্কঃ https://x.com/ekhonkhobor18/status/1832410527768695165