RG Kar সমাজমাধ্যমে অব্যাহত ভুয়ো খবরের রমরমা। যার জেরে আর জি কর কাণ্ডের তদন্তে আরও একবার বিভ্রান্তি দূর করে ব্যাখ্যা দিতে হল কলকাতা পুলিশকে। কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় জানালেন, আর জি কর কাণ্ডে নিহত মহিলা চিকিৎসকের গায়ে সবুজ রঙের চাদরের কোনও অস্তিত্ব ছিল না। ফলে চাদর বদলে ফেলা হয়েছিল বলে যে অপপ্রচার সোশ্যাল মিডিয়ায় চালানো হচ্ছে, তা সর্বৈব মিথ্যা ও ভিত্তিহীন। পরিবারের দাবি, আমরা যখন দেখি, তখন ছিল সবুজ চাদর। কিন্তু জুনিয়র চিকিৎসকের পোস্ট করা ছবিতে দেখা যায় ডাক্তারি পড়ুয়ার গায়ের উপর পড়েছিল নীল চাদর। তাতেই প্রশ্ন ওঠে, তবে কি বদলে ফেলা হয়েছিল নিহত মহিলা চিকিৎসকের গায়ের চাদর? রং নিয়ে পরিবারের দাবিতে শুরু হয় বিতর্কের ঝড়।
আরও পরুনঃ চাদর নিয়ে ভুয়ো রটনা ও মিথ্যাচার – আর জি কর কাণ্ডে ফের গুজব উড়িয়ে ব্যাখ্যা দিল কলকাতা পুলিশ
এরপর কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সবুজ রঙের চাদরের কোনও অস্তিত্ব নেই। প্রমাণ লোপাটের অভিযোগও ভিত্তিহীন। “যে চাদর দিয়ে কভার করা হয়েছিল, সেটা নীল। আমাদের ফটো, ভিডিওগ্রাফিতে চাদরের রং লাল ছিল। ইনকোয়েস্টের সময় চাদর নীল ছিল। কলকাতা পুলিশের পক্ষ থেকে যখন সিবিআই-এর কাছে যায় তথ্য-প্রমাণ, তার মধ্যেও কিন্তু একই রং আছে। অন্য কোনও কালারের তথ্যপ্রমাণ নেই। অন্য কোনও রং আমাদের রেকর্ডে নেই। আমাদের সিজার লিস্টে যেটা রয়েছে, সেটা নীল। যেটা লাল, সেটা আলাদা সিজার। আগে পাওয়া গেছে। সবুজের কোনও অস্তিত্ব নেই। যেটা লাল, সেটা চাপা দেওয়া ছিল না”, যাবতীয় অভিযোগ খারিজ করে জানান কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়।
লিঙ্কঃ https://x.com/ekhonkhobor18/status/1829444965421682775