বুধবারও লোকসভায় ঝড় তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। একাধিক ইস্যুতে মোদী সরকারকে বিঁধলেন তিনি। তাঁর তীক্ষ্ণ প্রশ্নেই লোকসভায় বিপাকে পড়লেন কেন্দ্রীয় যোগাযোগ ও গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী পেমমাসানি চন্দ্র শেখর। তিনটি প্রধান মোবাইল কোম্পানি তাদের পরিষেবার দাম বাড়ানোর ফলে দেশের ৯০ শতাংশ মোবাইল গ্রাহক যে অতিরিক্ত আর্থিক চাপের মুখে পড়েছেন, বুধবার লোকসভায় তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের এক প্রশ্নের লিখিত জবাবে একথা স্বীকার করে নিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। তিনি জানিয়েছেন,ভারতী এয়ারটেল লিমিটেড, রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেড এবং ভোডাফোন আইডিয়া লিমিটেড নামে ৩টি টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থা সম্প্রতি বৃদ্ধি করেছে এই মাশুল।
ফলত এ বিষয়ে পরিষ্কার যে, কেন্দ্রের প্রশ্রয়েই এই সংস্থাগুলি বেলাগাম ভঙ্গিতে মাশুল বাড়িয়ে চলেছে। ফলত টান পড়েছে আমজনতার পকেটে। প্রসঙ্গত, দেশের ৯০ শতাংশ মোবাইল গ্রাহক এই তিনটি কোম্পানির পরিষেবা ব্যবহার করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন সরাসরি জানতে চান, টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছে কি না। এই প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেননি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। প্রশ্নের উত্তর দিতে না পেরে তিনি বলেন, টিআরএআই বা ট্রাই হল ভারতে টেলিযোগাযোগ পরিষেবার মাশুল নিয়ন্ত্রণের জন্য একটি স্বাধীন কর্তৃপক্ষ। চলতি নিয়ম অনুযায়ী, টেলিযোগাযোগ পরিষেবার মূল্যতালিকা স্বাভাবিক পর্যায়ে রয়েছে বলে মন্ত্রীর দাবি। বোঝাই যাচ্ছে, তুমুল অস্বস্তিকর পরিস্থিতি এড়াতে আসল ব্যাপারটা আড়াল করতে চাইছে কেন্দ্র। যা নিয়ে ইতিমধ্যেই বিতর্কের ঝড় উঠেছে একাধিক মহলে।