দুর্ভোগের অন্ত নেই নিত্যযাত্রীদের। আজ সকাল থেকেই বনগাঁ-শিয়ালদহ শাখায় সিগন্যাল-বিভ্রাটের জেরে ব্যাহত ট্রেন চলাচল। নির্দিষ্ট গন্তব্য পর্যন্ত যেতে পারছে না বেশ কিছু ট্রেন। পাশাপাশি, বুধবারের পর বৃহস্পতিবারও ডায়মন্ড হারবার শাখায় ট্রেন অবরোধ হয়। বৃষ্টির দিনে চরমে পৌঁছল আমজনতার ভোগান্তি। এদিন সকাল সাড়ে ৭ টার পর থেকে বনগাঁ পর্যন্ত কোনও লোকাল ট্রেন যাচ্ছে না। রাতভর প্রবল বৃষ্টিতে বনগাঁ-শিয়ালদহ শাখায় সিগন্যালিংয়ের সমস্যা দেখা দেয়। যার জেরে ওই শাখায় ট্রেন চলাচলে সমস্যা তৈরি হয়। শিয়ালদহ থেকে রওনা হওয়া ট্রেন চাঁদপাড়া পর্যন্ত গিয়ে আটকে যায়। তারপর থেকে ওই শাখায় সময়ের থেকে দেরিতে চলাচল করছে ট্রেনগুলি। একইসঙ্গে যাত্রাপথ সংক্ষিপ্ত করে চাঁদপাড়া পর্যন্ত চলাচল করছে বনগাঁ লোকাল। রেল সূত্রের খবর, বনগাঁ স্টেশনের কাছে সিগনালিং প্যানেল ভেঙে যাওয়ায় এই বিপত্তি। একে সকাল থেকে একনাগাড়ে বৃষ্টি, তার উপর ট্রেন পরিষেবা ব্যাহত। সময় যত গড়িয়েছে ততই স্টেশনগুলিতে ভিড় বেড়েছে যাত্রীদের। বনগাঁ-রানাঘাট শাখায় ট্রেন চলাচলেও প্রভাব পড়েছে।
প্রসঙ্গত, বুধবার দক্ষিণ শাখায় ডায়মন্ড হারহারে ট্রেন দেরিতে চলার কারণে অবরোধ হয়। তার জেরে ভোর থেকে দক্ষিণ শাখা কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিল। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই আবারও বৃহস্পতিবার ডায়মন্ড হারবারে রেল অবরোধ হয়। জানা যায়, এদিন সকাল ১০টা নাগাদ ডায়মন্ড হারবার স্টেশনে অবরোধ শুরু করেন যাত্রীদের একাংশ। যদিও আধ ঘণ্টা পরে স্বাভাবিক হয় পরিষেবা। সকালে সাড়ে ১০টা নাগাদ জিআরপি থানার পুলিশ অবরোধকারীদের সঙ্গে কথা বলেন। এরপরই ধীরে ধীরে স্বাভাবিক ট্রেন চলাচল শুরু হয়। কখনও রক্ষণাবেক্ষণের কাজ, কখনও সিগন্যালের সমস্যা কিংবা অন্য কোনও কারণে প্রায়ই প্রতি সপ্তাহেই শনি-রবিতে শিয়ালদহ ও হাওড়া লাইনে একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল হয়। তারই মধ্যে সপ্তাহের কাজের দিনগুলিও প্রায়ই লোকাল ট্রেনের পরিষেবা ব্যাহত হওয়ার ঘটনা সামনে এসেছে। ফলত যাত্রীদের মধ্যে ক্ষোভ বেড়ে চলেছে। প্রশ্নের মুখে পড়েছে কেন্দ্রীয় রেলমন্ত্রক।