মোদী-জমানায় কার্যত সমার্থক হয়ে দাঁড়িয়েছে ভারতীয় রেল ও দুর্ঘটনা! গত কয়েক বছরে একাধিক প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনার সাক্ষী থেকেছে দেশ। ২০২৩ সালে বাহানগায় করমণ্ডল এক্সপ্রেস, চলতি বছরে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, ডিব্রুগড় এক্সপ্রেসের বিভীষিকা এখনও দগদগে দেশবাসীর মনে। মঙ্গলবারই লাইনচ্যুত হয়েছে হাওড়া-মুম্বই এক্সপ্রেসের ১৮টি বগি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২ জনের। আহত বহু। সেই বিভীষিকার রেশ কাটতে না কাটতেই প্রকাশ্যে এসেছে একটি চাঞ্চল্যকর ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, একই লাইনে চলে এসেছে দুটি ট্রেন! বর্ধমান কর্ড শাখার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘটেছে শিবাইন্ডী স্টেশনের কাছে। দেখা যাচ্ছে, একই লাইনে দাঁড়িয়ে একটি লোকাল ট্রেন ও একটি বন্দে ভারত। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছবি তুলছেন যাত্রীরা। পরপর দুর্ঘটনার মাঝে এমন ভিডিও স্বাভাবিকভাবেই যাত্রীদের দুশ্চিন্তা আরও বাড়িয়েছে।
প্রসঙ্গত, ঘটনাটি গত মঙ্গলবার সকালের। জানা গিয়েছে, হাওড়া ছেড়ে এনজেপি যাওয়ার সময় বন্দে ভারত এক্সপ্রেস দাঁড়িয়ে পড়ে শিবাইচন্ডী স্টেশনে ঢোকার মুখে হোম সিগন্যালে। একই লাইনে চেরাগ্রামে ঢোকার আগে একটি লোকাল ট্রেনও ওই সময় হোম সিগন্যালে দাঁড়িয়ে ছিল বলে জানিয়েছে সূত্র। এরপর বন্দে ভারত এক্সপ্রেসকে শিবাইচন্ডী স্টেশনে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দেওয়া হয়। পরে লোকাল ট্রেন ছেড়ে যাওয়ার পর বন্দে ভারত গন্তব্যের দিকে রওনা হয়। এই ছবি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যদিও রেলের দাবি, এই ঘটনা স্বাভাবিক। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, অটোমেটিক সিগন্যাল জোনে এগুলো হয়ে থাকে। তাদের কাছেও এই একই লাইনে ট্রেন দাঁড়িয়ে থাকার খবর যায় প্রায়ই। এটা কোনও গুরুত্বপূর্ণ বিষয় নয় বলেই মন্তব্য করেছেন তিনি। কিন্তু এসব কথায় চিঁড়ে ভিজছে না একেবারেই। গত কয়েক বছরে বারবার বেআব্রু হয়েছে রেলের অব্যবস্থার চিত্র।