এখনও ঘোরেনি বছর। ২০২৩-এ হাজার কোটি টাকা খরচ করে রাজধানীতে নতুন সংসদ ভবন সেন্ট্রাল ভিস্তা তৈরি করেছিল মোদী সরকার। আর দিল্লীর ভরা বর্ষা আসতেই ঝুলি থেকে বেরিয়ে পড়ল বিড়াল! কোটি কোটি টাকার সংসদ ভবনের ছাদ চুঁইয়ে জল পড়তে দেখা গেল। সেই জল ধরে রাখতে সংসদের লবিতে রাখা রয়েছে বালতি! সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে এমন দৃশ্য। ঘটনার ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন কংগ্রেস সাংসদ মণিকম ঠাকুর। পোস্টে ওই ভিডিও দিয়ে তার সঙ্গে নিট প্রসঙ্গ জুড়ে কটাক্ষ করে লিখেছেন, “বাইরে পেপার লিকেজ, ভিতরে ওয়াটার লিকেজ।” তাঁর আরও অভিযোগ, সংসদের যে লবি রাষ্ট্রপতি ব্যবহার করেন সেখানে এমন জল চুঁইয়ে পড়ার ঘটনা সংসদ ভবনের মান নিয়ে প্রশ্ন তুলে দেয়।
প্রসঙ্গত, এই বিষয়টি তুলে ধরে লোকসভায় মুলতুবি প্রস্তাব আনার জন্য নোটিশ দিয়েছেন তিনি। তামিলনাড়ুর সাংসদ মণিকম ঠাকুর লোকসভা কংগ্রেসের হুইপ। তাঁর দাবি, সংসদ ভবনের এই অবস্থায় সব দলের সাংসদদের নিয়ে একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি করা উচিত, যা এই ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত করবে। মুলতুবি প্রস্তাবের নোটিশে কংগ্রেস সাংসদ দাবি করেছেন, ওই কমিটি এই চুঁইয়ে পড়া বা লিকেজের কারণ খুঁজে দেখবে। সংসদ ভবনের ডিজাইন, নির্মাণসামগ্রীর মান খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপের পরামর্শ দেবে। তদন্তে যা উঠে আসবে, তা সাধারণ মানুষের সামনে রাখার প্রস্তাবও দিয়েছেন মণিকম।