আর মাত্র পাঁচ দিন। তারপরই ২১ জুলাই। ধর্মতলায় তৃণমূলের শহিদ স্মরণ উদযাপনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে জোরকদমে। চলছে একের পর এক দলীয় বৈঠক। শহিদ দিবসে রাজ্যের জেলাগুলি থেকে বহু তৃণমূল কর্মী-সমর্থকেরা যোগ দেবেন কলকাতার সভায়। উপস্থিত থাকবেন অনেক সাধারণ মানুষও। ওই দিনটিকে সফল করতেই রাজ্যজুড়ে শুরু হয়েছে প্রস্তুতি। নানা বিষয় নিয়ে দফায় দফায় বৈঠক করছেন দলের শীর্ষস্থানীয় নেতারা। সোমবার অন্যান্য জেলার পাশাপাশি কলকাতার বিধাননগর এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জেও অনুষ্ঠিত হল প্রস্তুতি সভা। এদিন কলকাতার বিধাননগর পুর এলাকায় প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বসু, বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী প্রমুখ। এছাড়াও হাজির ছিলেন পুরসভার কাউন্সেলররা।
প্রসঙ্গত, উত্তরের জেলাগুলি থেকে যাঁরা এই সভায় যোগ দেবেন তাঁদের থাকার ব্যবস্থা করা হবে সেন্ট্রাল পার্কে বলে জানিয়েছেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী। যোগদানকারীদের যেন কোনওরকম অসুবিধা না হয় সেই বিষয়েও এদিন আলোচনা করা হয়। তাঁদের খাবারেরও ব্যবস্থা করা হবে এখানে, এমনই জানিয়েছেন বিধাননগর পুরসভার মেয়র। পাশাপাশি এদিন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সামনে ওয়েবকুপার পক্ষ থেকে একটি কর্মসূচির আয়োজন করা হয়। যেখানে সকলকে ধর্মতলায় যাওয়ার জন্য আবেদন জানান ওয়েবকুপার প্রতিনিধি ডাঃ অশোক দাস। তিনি জানান, রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনে জয় উপলক্ষে এদিন বিজয়োৎসবও পালন করা হয়। একইভাবে রাজ্যের অন্যান্য জেলাতেও প্রস্তুতি বৈঠকের আয়োজন করেছে ঘাসফুল শিবির।