এবার কি তৃণমূলে যোগ দিতে চলেছেন কুড়মি সমাজের সদ্যপ্রাক্তন রাজ্য সভাপতি অনুপ মাহাতো? বাংলার রাজনৈতিক আঙিনায় জল্পনা শুরু হয়েছে তেমনটাই। গত লোকসভা নির্বাচনে সামাজিক সংগঠন সমর্থিত প্রার্থীর হারের দায় নিয়ে কুড়মি সমাজের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন অনুপ। রবিবার পদত্যাগ করার পর অনুপ বলছেন, ২১ জুলাই নতুন ভাবে পথচলা শুরু করবেন তিনি। এরপরেই তাঁর তৃণমূল-যোগ নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। চলতি বছরের শুরুতে কুড়মিদের ঘাঘর ঘেরা আন্দোলন মঞ্চ থেকে সরে এসেছিল অনুপের সংগঠন আদিবাসী নেগাচারী কুড়মি সমাজ।
প্রসঙ্গত, ঝাড়গ্রামের এক অতিথিশালায় রাজ্য কমিটির বৈঠকে ডেকেছিলেন অনুপ। আদিবাসী সেখানেই নেগাচারী কুড়মি সমাজের রাজ্য সম্পাদক নন্দন মাহাতোর হাতে ইস্তফাপত্র তুলে দেন তিনি। অনুপের পদত্যাগপত্র গৃহীত হয়। সর্বসম্মতিক্রমে নতুন রাজ্য সভাপতি নির্বাচিত হন ভক্তিপদ মাহাতো। শোনা যাচ্ছে, জাতিসত্তার দাবিতে আন্দোলনের জন্য নির্দিষ্ট পন্থায় এগোচ্ছেন অনুপ। এ জন্য অন্যান্য কুড়মি সংগঠনের সঙ্গে কথাবার্তাও চালাতে চান তিনি। অন্যদিকে, তৃণমূল সূত্রে খবর, তৃণমূলের এক রাজ্যসভার সাংসদের সঙ্গে অনুপের সুসম্পর্ক রয়েছে। ফলত অনুপ ঘাসফুল শিবিরে যোগ দিলে অবাক হওয়ার কিছুই নেই।