গুরুত্বপূর্ণ পদক্ষেপের পথে হাঁটল রাজ্য। বাংলায় সরকারি প্রকল্প ঠিক মতো রূপায়িত হচ্ছে কি না, মানুষ তার সুবিধা পাচ্ছে কি না, ইত্যাদি বিষয়ে নজরদারি চালাতে এবার প্রোগ্রাম মনিটারিং ইউনিট তৈরি করতে চলেছে নবান্ন। প্রশাসনিক কর্মীবর্গ দফতর তৈরি করবে এই মনিটারিং কমিটি। কমিটির নেতৃত্বে থাকবেন রাজ্য পঞ্চায়েত দফতরের সচিব। পঞ্চায়েত ও গ্রামান্নোয়ন মন্ত্রকের আধিকারিকদের নিয়ে কমিটি গড়া হবে। কমিটিটি সরকারি কর্মসূচি ও প্রকল্পের কাজে বিভিন্ন দফতরের মধ্যে সমন্বয় এবং মূল্যায়ন করবে। রাজ্যের মুখ্যসচিব বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন, মনিটারিং কমিটির প্রধান লক্ষ্য তিনটি। প্রোগ্রাম মনিটারিং কমিটি বিভিন্ন সরকারি দফতর, জেলা প্রশাসন ও প্রকল্প রূপায়ণকারী এজেন্সির সঙ্গে সমন্বয় করবে। কোথাও কাজ আটকে গেলে তা মেটাবে এবং কাজের মূল্যায়ন করবে তারা।
পাশাপাশি, মানুষের অভিযোগ থাকলেও তা আলোচনার মাধ্যমে খতিয়ে দেখে সমাধান করবে উক্ত কমিটি। মনিটারিং কমিটি, দফতর ও এজেন্সির কাছ থেকে কাজের নানা তথ্য সংগ্রহ করার জন্য পর্যালোচনা চালাবে। বিভিন্ন সরকারি কর্মসূচি ও প্রকল্পের অগ্রগতির প্রতিটি পর্যায়ে রিপোর্ট মনিটারিং কমিটিকে দিতে হবে। এর আগে প্রকল্পের কাজ সঠিক সময় শেষ করার জন্য মুখ্য সচিবকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশও দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই এই সিদ্ধান্ত নিল নবান্ন।